শুধু বুদ্ধিই নয়, পেশীর জোরেও বিশ্ব কাঁপাচ্ছেন বাঙালি বডিবিল্ডাররা || প্রথম পর্ব
মনোতোষ রায়, মনোহর আইচদের হাত ধরে বাঙালি বডিবিল্ডারদের যাত্রা শুরে হয়েছিল। ফুটবল থেকে বক্সিং, বডিবিল্ডিং থেকে সাঁতার, ক্রিকেট থেকে তিরন্দাজি সবেতেই বাঙালি এক উজ্জল অধ্যায় বহন করে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক এ সময়ের কয়েক জন বাঙালি বডিবিল্ডারদের কৃতিত্ব।
মি. সৌম্য দাস:- ২০১৯ সালে তিনি তৃতীয় বাঙালি হিসেবে বডিবিল্ডিং এর বিশ্বসেরা খেতাব মিস্টার ইউনিভার্স জয় করেন। নদীয়ার পায়রাডাঙা থেকে একদম বিশ্বের সেরা বডিবিল্ডিং খেতাব জয় বাঙালির কাছে অত্যন্ত গর্বের। সৌম্য দাসের আগে ১৯৫১ সালে মনতোষ রায় এবং ১৯৫২ সালে মনোহর আইচ এই খেতাব জয় করেছিলেন।
মি. বাপি দাস:- ২০১৮ সালে তিনি NBBUI মিস্টার ওয়ার্ল্ড টাইটেল জিতে নেন একসাথে দুটি বিভাগে যথাক্রমে বডিবিল্ডিং এবং ক্লাসিক ফিজিক বিভাগে। ২০২০ সালে তিনি দুটি মিস্টার এশিয়া টাইটেল (WFF) জেতেন একটি সিলভার এবং একটি ব্রোঞ্জ। ২০২০ তেই মিস্টার ইন্ডিয়া (WFF) সিলভার মেডেল জেতেন। এছাড়াও জুনিয়র মিস্টার ইন্ডিয়া (IFBB) তিনি জিতে নিয়েছেন দুবার।
মি. আফরোজ খান:- ২০১৫ সাল থেকে একের পর এক খেতাব জিতে চলেছেন তিনি। ২০১৫ সালে তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অ্যামেরিকাতে ব্রোঞ্জ জেতেন। ২০১৮ তে আই.এফ.বি.বি. (ইন্টারন্যাশানাল ফেডারেশনরেশন অফ বডিবিল্ডিং এন্ড ফিটনেশ) সাউথ কোরিয়াতে সিলভার মেডেল জেতেন। ২০১৮ সালের অলিম্পিয়া অ্যামেচারে তিনি ব্রোঞ্জ জেতেন। ২০১৯ সালে আই.এফ.বি.বি. প্রো লিগ লন্ডনে গোল্ড ম্যাডেল জেতেন।
মি. শিবব্রত দাশগুপ্ত:- শিবব্রত দাশগুপ্ত ২০১৯ সালে ইউনিভার্স কোরিয়া জেতেন।
মি. পলাশ গোলদার:- তিনি ইন্টারন্যাশানাল IFA ক্লাসিকে চ্যাম্পিয়ন হন। ২০১৯ এ অলিম্পিয়া অ্যামেচারে তিনি প্রথম দশের মধ্যে স্থান করে নেন।
মি. মিঠুন সাহা:- তিনি ২০২০ সালে ক্লাসিক মিস্টার ইন্ডিয়া ওভারঅল চ্যাম্পিয়ন হন। এছাড়াও তিনি মোট ১৬ বার মিস্টার বেঙ্গলও জিতেছেন।
মি. জগতজ্যোতি চক্রবর্তী:- তিনি ২০১৪, ২০১৬ এবং ২০১৮ তে সিনিয়ার ইন্ডিয়া চ্যাম্পিয়ন হন।
মি. সমীর ঘোষ:- ১৯৯৯ সালে তিনি জুনিয়র মিস্টার এশিয়া এবং জুনিয়র মিস্টার ইন্ডিয়া হন। ২০০৪ সালে তিনি সিনিয়ার মিস্টার ইন্ডিয়া হন। ২০০৮ সালে তিনি মিস্টার ইউনিভার্স অ্যামেরিকা খেতাব জেতেন।
মি. শুভ মন্ডল:- তিনি মিস্টার ইন্ডিয়া ২০২০ জেতেন।
মি. প্রদীপ সামন্ত:- তিনি মিস্টার ইন্ডিয়া ২০১৬ ব্রোঞ্জ জেতেন। ২০২০ তে তিনি ফেডারেশন কাপে (IBBF) সিলভার মেডেল জেতেন।
মি. সানি রায়:- ২০১৫ সালে তিনি মিস্টার ইন্ডিয়া (IBBFF) সিলভার জেতেন।।
এরকম শতাধিক বাঙালি বডিবিল্ডার বাংলার মুখ উজ্জ্বল করে চলেছেন। দুর্ভাগ্যের বিষয় আপামর বাঙালি এদের কাকেও চেনেনা। বাঙালি অন্যান্য জাতির দিকে তাকিয়ে নিজেই নিজেকে অপমান করে থাকে যে বাঙালির নাকি বীর নেই অথচ বিগত দশ বছর বাঙালি বডিবিল্ডারদের সাফল্য একদম উল্টো কথা বলে। সবচেয়ে বেশি মিস্টার ইন্ডিয়া বাঙালিই জিতেছে। তাই বাঙালির উচিৎ স্বজাতির গৌরবে এই সমস্ত বীরদের স্মরণ করা।
প্রতিবেদন- অমিত দে
Post a Comment