অলিম্পিকে সোনাজয়ী তিরন্দাজকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে বাংলার অতনু দাস
পদক জয়ের সম্ভাবনা জিইয়ে রাখছেন বাঙালি তিরন্দাজ অতনু দাস। প্রাক্তন অলিম্পিক্স বিজয়ী তথা প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন বরানগরের অতনু দাস। টোকিও অলিম্পিকের দ্বিতীয় রাউন্ডে অতনু দাস রুদ্ধশ্বাস শুট-অফে পরাজিত করেন কোরিয়ার ওহ জিনহিয়েককে। চোখ চোখ রেখে দুর্ধর্ষ প্রতিপক্ষের সাথে লড়াই করে জয় ছিনিয়ে এনেছেন তিনি।
ইতিমধ্যেই টোকিও অলিম্পিকে স্বর্ণপদক অর্জন করেছেন কোরিয়ার তিরন্দাজ জিনহিয়েক। দলগত বিভাগে সোনা জিতেছেন তিনি৷ এর আগে লন্ডন অলিম্পিকেও সোনা জিতেছিলেন তিনি। বিশ্ব তিরন্দাজিতে তাঁকে অন্যতম সেরা তারকা হিসেবে গণ্য করা হয়৷ এমন একজন তুখড় তিরন্দাজকে হারিয়ে নজর কাড়লেন অতনু দাস। ৫ সেট খেলা হওয়ার পরও ম্যাচ ছিল ৫-৫ সেট-পয়েন্টে। এরপর শুট-অফের প্রথম শটে অতনু পান ১০ পয়েন্ট। কিন্তু জিনহয়েক ৯ পয়েন্ট স্কোর করেন। শুট-অফে জিনহিয়েককে স্তম্ভিত করে দেন অতনু৷
প্রি কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ জাপানের তাকাহারু ফুরুকাওয়া। এদিনের ম্যাচে গ্যালারি থেকে অতনু দাসকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী তথা বিশ্ববিখ্যাত তিরন্দাজ দীপিকা কুমারী। তিনিও ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ের আশা জিইয়ে রেখেছেন। প্রি কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষও বেশ কঠিন তবুও তাঁকে ফিরে পদক জয়ের আশা দেখছে বাঙালি সমাজ।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment