Header Ads

মন ও বাস্তবতার জালবুনন, মুক্তির অপেক্ষায় বাংলা ছবি 'অনন্ত'



মুক্তির পথে দিন গুণছে পরিচালক অভিনন্দন দত্তের প্রথম ছবি 'অনন্ত'। 'সুফিয়ানা ২' এবং 'উৎসব-এর পরে' ওয়েব সিরিজের সাফল্যের পর এই প্রথমবার তার পরিচালনায় মুক্তি পেতে চলেছে তার প্রথম ছবি৷ এই ছবিতে সংলাপ খুব কম, চরিত্রও হাতে গোনা। মূলধারার থেকে সম্পূর্ণ আলাদা এই ছবি। 

ছবির একটি দৃশ্যে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী  

লকডাউনে নিস্তব্ধ জনজীবন। বহুদিন থিয়েটারে ছবি রিলিজ নেই। মহামারীর সময় মানুষ চেষ্টা করছে নিজেকে বাঁচানোর। সকলে নিজেদের ঘরবন্দী রেখেছে। রোগের হাত থেকে নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে বেশ কষ্টে দিন কাটছে আমাদের। করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা। বহু ছবিই এখন তৈরি হয়ে মুক্তির অপেক্ষায় রয়েছে। 

ছবির একটি দৃশ্যে সোহিনী সরকার   

করোনার দ্বিতীয় ঢেউ কেটে গেলে খুলবে সিনেমাহলের তালা। তারপর একের পর এক মুক্তি পাবে সমস্ত ছবি। আর দর্শকরাও হলমুখী হবেন। বর্তমানে বাংলা ছবির দর্শকরা নতুন ভাবনার ছবি দেখতেই বেশি পছন্দ করছেন। যারা নতুন ভাবনার ওপর ছবি দেখতে ভালোবাসেন তাদের জন্য জমকালো উপহার হলো 'অনন্ত'।

'অনন্ত' ছবির একটি বিশেষ দৃশ্য  
'অনন্ত' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী ও সোহিনী সরকার। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অনিন্দ্য ব্যানার্জী, অমিত সাহা, কৌশিক চ্যাটার্জী, রাত্রি চ্যাটার্জী ও অবন্তী দত্ত। 

একটি মানুষের মন ও বাস্তবতা নিয়ে জালবুনন করা হয়েছে এই গল্পের। শুভ নামের একটি ছেলে তার পাড়াতে মিষ্টু নামে একটি মেয়ে থাকে। প্রতিদিন নানাভাবে দুজনের দেখা হয় কিন্তু কখনো কথা হয়না। শুভ-র প্রতিদিন মনে হতে থাকে মিষ্টুর সাথে কথা না হলেও মনে মনে প্রচুর কথাবার্তা ও আড্ডা চলছে। এভাবেই এগোতে থাকবে ছবির চিত্রনাট্য। এই ছবি পরীক্ষামূলক প্রেমের আখ্যান নাকি অন্তরের অনন্ত গভীর চাওয়া-পাওয়ার চিরন্তন মহাকাব্য, জানা যাবে ছবিটি মুক্তির পরই। 

'অনন্ত' ছবির পরিচালক অভিনন্দন দত্ত  

রোল ক্যামেরা অ্যাকশন প্রোডাকশনের ব্যানারে সৌরভ সান্যাল ও অভিনন্দন দত্তের প্রযোজনায় তৈরি হয়েছে 'অনন্ত'। প্রযোজনা ও পরিচালনার পাশাপাশি পরিচালক অভিনন্দন দত্ত লিখেছেন এ ছবির চিত্রনাট্যও। ছবিতে সিনেমাটোগ্রাফির কাজ করেছেন মৃণ্ময় নন্দী। ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন ময়ূখ-মৈনাক। ছবিটি সম্পাদনা করেছেন স্বর্ণাভ চক্রবর্তী। 

'অনন্ত' ছবিটি ইতিমধ্যেই জিতে নিয়েছে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। পরিচালক অভিনন্দন দত্ত এ ছবির জন্য জিতে নিয়েছেন কেরালার এক বিশেষ চলচ্চিত্র সম্মান 'অরভিন্দাম পুরস্কারম ২০২০'। সবকিছু ঠিকঠাক থাকলে লকডাউন উঠে যাওয়ার পরই হয়তো মুক্তি পাবে এই ছবি। 

প্রতিবেদন- সুমিত দে


No comments