Header Ads

ভাসমান হাউস বোটের মজা এবার দীঘার সমুদ্র সৈকতে


দীঘার পর্যটনে এবার জুড়লো নতুন পালক। ইয়াসের পর দীঘার পরিস্থিতি এখন স্বাভাবিক। রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে ঢেলে সাজানো হবে দীঘাকে। আর পাঁচমাস পর রাজ্যে শীতের আগমন হবে। শীতকাল আসা মানেই পর্যটকদের ভিড়ে গমগম করবে গোটা দীঘা। বাঙালির কাছে অত্যন্ত প্রিয় জায়গা হলো দীঘা। শীতে পর্যটকের সংখ্যা বাড়াতে এখন থেকেই উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। 


দীঘার কাছেই রয়েছে নৈকালী মন্দির। আর রাজ্যের নতুন পর্যটনস্থলের তালিকায় প্রবেশ করেছে সেই মন্দির৷ এই এলাকাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য উদ্যোগ নিল রাজ্য পর্যটন দফতর৷ বিশেষ সূত্র থেকে জানা গেছে মন্দিরের পাশ্ববর্তী এলাকায় ভাসমান হাউস বোট এবং রেস্তোরাঁ খোলার পরিকল্পনা শুরু হয়েছে।    

কাশ্মীর এবং কেরালার মতো হাউস বোটের মজা এবার পাওয়া যাবে দীঘার সমুদ্র সৈকতে। দীঘাতে যে ভাসমান হাউস বোট তৈরি হবে তাতে পর্যটকরা রাতও কাটাতে পারবেন৷ ভাসমান হাউস বোটে রাত কাটানোর মজাই আলাদা। এই বোটে রাত্রিযাপনের মধ্যে বেশ একটা রাজকীয় ব্যাপার রয়েছে। হাউস বোটের পাশাপাশি শঙ্করপুরে তৈরি করা হবে কতগুলো পর্যটন আবাসও। 

অন্যদিকে মেরিন ড্রাইভের জন্যও আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। তিনটি সেতুর কাজ শেষ হলে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে দীঘা থেকে কাঁথির কাছে শৌলা পর্যন্ত রাস্তা। যার ফলে সমুদ্রের ধার দিয়ে গাড়ি চালিয়ে দীঘা থেকে কাঁথি সহজেই পৌঁছাতে পারবেন পর্যটকরা। দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি ও শৌলাকে এক সঙ্গে যুক্ত করতে দুই লেনের মেরিন ড্রাইভ তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।  

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা



No comments