প্রকৃতির সাথে এক স্বপ্নের নারীর মিলনের গল্প শোনালো 'নিজের মতো'
শেষ দশকে টেলিভিশন ও নামী সংবাদপত্রগুলো যেভাবে বাংলা মৌলিক গান থেকে মুখ ফিরিয়ে নেয় তাতে স্বভাবতই সবার মনে হয়েছিল বাংলা মৌলিক গান ধ্বংস হওয়া হয়তো সময়ের অপেক্ষা। যদিও মৌলিক গানকে নতুন পথ দেখানোর দিশারিরা থেমে থাকেনি। তারা গানকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে এগিয়ে চলেছে।
বাংলা মৌলিক গান নিয়ে যে প্রতিষ্ঠানগুলো বর্তমানে কাজ করছে তাদের মধ্যে অন্যতম প্রতিষ্ঠান হলো সুচিত্রা মিউজিক। যাদের পরিবেশনায় সদ্য মুক্তি পেয়েছে 'নিজের মতো' শিরোনামের একটি নতুন বাংলা মৌলিক গান। যেখানে এক নদীর মতো স্নিগ্ধ বহমানা নারীর কথা ও বৃষ্টি ধোয়া অমলিন প্রকৃতির কথা এদের নিজের মতো করে মিশে যাওয়ার কথা বলা হয়েছে।
গানটিতে বিষয় নির্বাচন ও ভাবনা একটু অন্যরকম। সাধারণত আমাদের পরিচিত যে গানগুলো আমরা শুনি তার বিষয় একটি বা দুটো শব্দে বলে দেওয়া যায়। কিন্তু এই গানটির বিষয় এক নিঃশ্বাসে বলা অসম্ভব। 'নিজের মতো'র প্রতিপাদ্য বিষয় হলো স্থান ও কাল অতিক্রম করে প্রকৃতির সাথে এক স্বপ্নের নারীর সম্পূর্ণ নিজের মতো মিলন ঘটানো।
গতানুগতিক রুটিনমাফিক জীবনের প্যারামিটারে ছুটতে ছুটতে আমাদের মন যখন ক্লান্ত হয়ে এক ফোঁটা অবসাদ খুঁজে চলে তখন আমাদের হৃদয়ের মণিকোঠায় এক অপার্থিব জগতের দ্বার উদঘাটন হয়, যেখানে আমাদের মন নিজের মতো করে প্রকৃতির সাথে নিজের মিলন ঘটায় স্বপ্নের হাত ধরে। তাই গানটির উদ্দেশ্য হলো গতানুগতিক জীবনকে অতিক্রম করে মনকে প্রকৃতির ব্যাপ্তি দেওয়া। আকাশের মুক্ত পাখির মতো করে মনের মুক্তির ডানা মেলে দেওয়া। সে ডানা বৃষ্টির হাওয়ায় সিক্ত হয়ে দুলতে থাকে। বৃষ্টির জলছবিতে সেখানে ধরা দেয় মহাকাশ। নিজের মতো করে মনের মুক্তির সন্ধান পাওয়া।
গানের সুর বেঁধেছেন শোভন গাঙ্গুলী। গানের কথাও তাঁরই৷ গানটি গেয়েছেন শিল্পী রাজীব বিশ্বাস। গানের যন্ত্রানুসঙ্গ পরিচালনা করেছেন রাজা চৌধুরী। গানের ধ্বনিবিন্যাসে গৌতম বসু। গানটির চিত্রায়ন, নির্দেশনা ও সম্পাদনা করেছেন গোধূলি গুপ্তা। এই গানের ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে উপস্থাপিত করা হয়েছে। গানটির অ্যানিমেশন পরিচালনা করেছেন দেবাশীষ ঘোষ।
এই গানটিতে শিল্পী রাজীব বিশ্বাসের গায়কী অসাধারণ। তাঁর নরম সরল পরিবেশনা গানটির সাথে যথাযথ মিশ্রিত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, শোভন গাঙ্গুলীর কথার সাথে সামঞ্জস্য রেখে গোধূলী গুপ্তা ও দেবাশীষ ঘোষ যে স্বপ্নের ভিজুয়াল রচনা করেছেন তা এই গানটিকে এক অন্য মাত্রা এনে দিয়েছে যা প্রকৃত অর্থে আন্তর্জাতিক মানের।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment