Header Ads

দেশের মধ্যে সেরা আইটিআই এর স্বীকৃতি পেল নাকাশিপাড়া গভর্মেন্ট আইটিআই


স্কিল ডেভেলপমেন্টে এবার দেশের সেরা রাজ্যের তালিকায় নাম উঠে এলো পশ্চিমবঙ্গের নাম। সর্বভারতীয় স্তরে ১০ টি সেরা আইটিআই-এর মধ্যে রয়েছে বাংলার ৬ টি আইটিআই। দেশের মধ্যে সেরা আইটিআই হয়েছে নাকাশিপাড়া গভর্মেন্ট আইটিআই। এর পাশাপাশি এ রাজ্যের ছেলেমেয়েরা স্কিল কম্পিটিশনেও উল্লেখযোগ্য ফলাফল করছে৷ জানা যাচ্ছে, 'অল ইন্ডিয়া ট্রেড টেস্ট'-এ রাজ্যের চারটি মেয়ে ও তিনটি ছেলে দেশের মধ্যে বেস্ট ট্রেনি হিসেবে স্বীকৃতি পেয়েছে। 


এ রাজ্যের অন্যান্য আইটিআই এর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে কালিয়াগঞ্জ আইটিআই, পঞ্চম স্থানে রয়েছে খাতড়া আইটিআই, ষষ্ঠ স্থানে রয়েছে পূর্বস্থলী আইটিআই, অষ্টম স্থানে রয়েছে নয়াগ্রাম আইটিআই এবং দশম স্থানে রয়েছে দুবরাজপুর আইটিআই৷ স্কিল ডেভেলপমেন্টের প্রতিষ্ঠান হিসেবে রাজ্যের এতগুলো নিজস্ব প্রতিষ্ঠানের সেরা দশের মধ্যে স্থান পাওয়া এক অভূতপূর্ব সাফল্য। 

পশ্চিমবঙ্গকে নিয়ে প্রায়ই নানান কটূক্তি শোনা যায়। বাংলা নাকি সবদিক দিয়ে পিছিয়ে পড়ছে। এ রাজ্যের নাকি কোনো ভবিষ্যৎ নেই। শিক্ষাক্ষেত্রে দিনদিন নাকি পশ্চিমবঙ্গ অবনতির দিকে এগোচ্ছে। এইসব নিন্দনীয় আলোচনার জবাব দেওয়ার মতো সাফল্য পেল বাংলা৷ যে সাফল্য বলে দেয় পশ্চিমবঙ্গ কোনোদিনই কোনো অংশে কম ছিল না, এখনও নেই। 

স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি নেচার ইনডেক্সের তালিকায় জায়গা করে নিয়েছে এ রাজ্যের ৯ টি বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয়, বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় রাঙ্কিং-এ ভারতের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও তৃতীয় স্থান দখল করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়৷ এমনকি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম স্থানে রয়েছে খড়্গপুর আইআইটি। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments