Header Ads

ভারতের মেট্রো শহরগুলির মধ্যে টিকা প্রদানে প্রথম স্থানে কলকাতা


করোনা প্রতিরোধ করতে  দেশের বিভিন্ন রাজ্যে চলছে ভ্যাক্সিনেসনের কাজ। ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় এ রাজ্যে সবচেয়ে দ্রুতগতিতে চলছে ভ্যাক্সিনেসনের কাজ। এই মুুহূর্তে উঠে এলো এক নতুন তথ্য। দেশের সমস্ত মেট্রো শহরগুলিতে নাগরিকদের করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে কলকাতা।


করোনা মোকাবিলায় এ রাজ্যের প্রশাসন থেকে বিভিন্ন সংগঠন, এনজিও, ফাউন্ডেশন, প্রতিষ্ঠান ও সংস্থা সকলেই দারুণ সব কাজ করে চলেছে। করোনার স্ট্যাটিস্টিক্সে চোখ রাখলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে করোনার গ্রাফ প্রায় নিম্নমুখী। এমন অবস্থায় ভ্যাকসিন প্রদানের কাজও দ্রুততার সঙ্গে সম্পন্ন হচ্ছে। 

ভারতের যুক্তরাষ্ট্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্যভাণ্ডারের রিপোর্ট জানাচ্ছে, দেশের সমস্ত মেট্রো শহরের মধ্যে নাগরিকদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কলকাতা প্রথম স্থানে রয়েছে। ভ্যাকসিন দেওয়ার প্রথম দিন বা ১৬ ই জানুয়ারি থেকে কলকাতার ১৪৪ টি ওয়ার্ডের ২০ লক্ষ ১৫ হাজার ২৫৩ জন নাগরিকরা সোমবার পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন। 

ভ্যাকসিন প্রদানে কলকাতা পুরসভার একাধিক পদক্ষেপই ভ্যাকসিন প্রদানে কলকাতাকে দেশের শীর্ষে পৌঁছে দিতে সাহায্য করেছে। কলকাতা পুরসভা ভ্যাকসিন প্রদানের জন্য 'ভ্যাকসিন অন হুইল' -এর মতো বেশ কিছু প্রকল্প চালু করেছে। কলকাতা পুরসভা ছাড়াও কয়েকটি সংগঠন বসতি এলাকায় গিয়ে বিভিন্ন মানুষজনকে সচেতন করে নিজেদের উদ্যোগেও টিকাকরণের ব্যবস্থা করাচ্ছে। 

স্বাস্থ্য মন্ত্রকের আরেক রিপোর্ট বলছে কলকাতায় সর্বত্র ভ্যাকসিনের সদব্যবহার হয়েছে। শুধু কলকাতায় নয়, রাজ্যের প্রতিটি জেলাতেই ভ্যাকসিনের সঠিক ব্যবহার হয়েছে। তবে টিকা প্রদানে কলকাতার স্থান প্রথম হওয়ার পিছনে মূল কারণ হলো পশ্চিমবঙ্গ সরকারের নিজ উদ্যোগে লক্ষ লক্ষ ভ্যাকসিন সরবরাহ। 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকদের মতে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে মূল অস্ত্রই হলো ভ্যাকসিন। তাই কলকাতা শহর যে টিকা দেওয়ার নিরিখে অন্য মেট্রো শহরগুলিকে পিছনে ফেলেছে, তা নিশ্চিত ভাবেই করোনার তৃতীয় ঢেউ রোখার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে।  

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments