১ টাকায় ৭ সবজি বিলি কর্মসূচী জয়বাবা লোকনাথ ওয়েলফেয়ার ট্রাস্ট ও মানবিক দমদম ফাউন্ডেশনের
মানুষ মানুষের জন্য কাজ করবে, সে তার বিপদের সময় সর্বদা পাশে দাঁড়াবে। কারণ পৃথিবীতে সবচেয়ে বড়ো ধর্ম হলো মানবতা। অতএব সেই মানবতাকে রক্ষা করা আমাদের একনিষ্ঠ কর্তব্য। কোনো কারণে যদি বিশ্ব থেকে মানবতা মুছে যায় তাহলে মানুষের হাসিমুখে বেঁচে থাকাটাই জটিল হয়ে পড়বে৷ তাই বাংলার সামাজিক সংগঠনগুলো বারংবার উদ্যোগ নিচ্ছে মানবতাকে বাঁচানোর।
আজ জয় বাবা লোকনাথ ওয়েলফেয়ার ট্রাস্ট ও মানবিক দমদম ফাউন্ডেশন সামিল হলো এক মানবিক উদ্যোগে। জয়বাবা লোকনাথ ওয়েলফেয়ার ট্রাস্ট ও মানবিক দম দম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হলো ১ টাকায় ৭ রকমের সবজি বিলি কর্মসূচী।
লকডাউনের ফলে শ্রমজীবী মানুষের পেটে টান পড়ছে। তাদের রোজকার নেই। হাতে কোনো কাজ নেই। দুপুরে এক থালা ভাত খাওয়ার জন্য ব্যাগভর্তি সবজি কেনারও পয়সা নেই তাদের। এই বুভুক্ষু মানুষের দুঃখের সময়ে খুবই প্রয়োজন ছিল এমন কর্মসূচীর। জয়বাবা লোকনাথ ওয়েলফেয়ার ট্রাস্ট ও মানবিক দমদম ফাউন্ডেশন নিজেদের সাধ্যমতো তাদের পাশে দাঁড়াল।
সাধারণ অসহায় খেটে খাওয়া মানুষের মধ্যে ১ টাকার বিনিময়ে বিলি করা হলো ৭ রকমের সবজি। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন জয়বাবা লোকনাথ ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার তথা সম্পাদক অভিজিৎ দে। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা ট্রাস্টের গুরুত্বপূর্ণ সদস্যা মৌসুমী মজুমদার, আলো পোদ্দার ও সুতপা বৈদ্য এবং ট্রাস্টের সদস্য সচিন জয়সোয়াল৷ এই কর্মসূচীতে বিশেষভাবে সাহায্য করেছেন লালু সিং।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment