হিঙ্গলগঞ্জের পাশে জয় বাবা লোকনাথ ওয়েলফেয়ার ট্রাস্ট ও মানবিক দমদম ফাউন্ডেশন
ইয়াস তো চলে গেছে। কিন্তু এখনও পর্যন্ত স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে নি সুন্দরবন। সামনে আবারো ভরা কোটালের সম্ভাবনা। তার ওপর বঙ্গে বর্ষার আগমন হয়েছে। নদী বাঁধ ভেঙে বাংলার বিভিন্ন জায়গায় জল ঢুকে পড়ছে। নদীগর্ভে তলিয়ে যাচ্ছে অসংখ্য ঘরবাড়ি। বহু মানুষ হারিয়ে ফেলছে তাদের শেষ সম্বল।
ইয়াসের পর থেকে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সংগঠন, এনজিও, ফাউন্ডেশন, সংস্থা ও প্রতিষ্ঠানগুলো দুর্গত মানুষদের হাতে তুলে দিচ্ছে নানান ত্রাণসামগ্রী। এখনও অব্যাহত ত্রাণের কাজ। গত ২৩ শে জুন হিঙ্গলগঞ্জের কাটাখালি অঞ্চলে উত্তরমামুদপুর গ্রাম ও বলতা গ্রামে জয় বাবা লোকনাথ ওয়েলফেয়ার ট্রাস্ট ও মানবিক দমদম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পালিত হলো একটি ত্রাণ শিবিরের।
জয় বাবা লোকনাথ ওয়েলফেয়ার ট্রাস্ট ও মানবিক দমদম ফাউন্ডেশন দুর্গত মানুষদের হাতে তুলে দেয় কিছু পুরানো জামা-কাপড় ও শুকনো খাবার যেমন মুড়ি, চিড়ে, গুড়, বিস্কুট প্রভৃতি এবং জলের বোতল। কমপক্ষে ৩০০ পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই ত্রাণসামগ্রী।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের কর্ণধার তথা সংগঠনের সম্পাদক অভিজিৎ দে, ট্রাস্টের সভাপতি সুব্রত দাস, ট্রাস্টের সদস্য বুবাই ওরাং, সচিন জয়সোয়াল, শিবু দাস, সদস্যা আলো পোদ্দার পিকু, সমাজসেবক বিকাশ, সোমা দে, সঞ্জীব দাস ও নয়ন। তাদের এই কর্মসূচি কে নানাভাবে ভাবে সাহায্য করেছেন বিশিষ্ট সমাজসেবক কুরদুস ও শফিকুল।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment