Header Ads

ভারতে অলিভ অয়েলের মার্কেট লিডার হল বাঙালি কোম্পানি হ্যানিম্যান জ্যাক


বর্তমানে গায়ে মাখার অলিভ অয়েলের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভারতে। শীতকালে ত্বক মোলায়েম রাখতে বা গ্রীষ্মকালে স্নানের আগে আমরা প্রায় সকলেই অলিভ অয়েল ব্যবহার করে থাকি। 


আজ থেকে প্রায় দশ বছর আগেও কেউ সর্ষের তেল বা নারকেল তেল ছাড়া স্নান করার কথা কেউ ভাবতেও পারতেন না। মার্কেটিং সর্বদা মানুষের আচরণ পাল্টে ফেলতে পারে। কোম্পানি গুলি অত্যন্ত ধীর গতির নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এই কাজটি করে ফেলে। বর্তমানে অলিভ অয়েল ব্যবহারের পিছনে যে কোম্পানিটি রয়েছে তা হল হ্যানিমেন জ্যাক অলিভ অয়েল। 

হ্যানিমেন জ্যাক অলিভ অয়েল ভারতের সব জায়গায় ছড়িয়ে পড়েছে। অন্য কোম্পানি গুলোও হ্যানিমেন জ্যাকের প্রতিযোগিতার ধারে পাশে আসতে পারেনি। বাঙালির ব্যবসার সাফল্যের এটি অন্যতম উদাহরণ। কেয়া শেঠ, অউলি, ক্যালকাটা পারফিউমার্স, শালিমার নারকেল তেল, শ্রীমতি সিঁদুর, খুকুমনি আলতা, ফ্লেবিয়া, জিডি ফার্মাসিউটিক্যালের বোরোলিন, এলিন এই সব বাঙালি কোম্পানিগুলি এফ. এম. সি. জি. সেক্টরের অনেকটাই বাজার দখল করতে সমর্থ হয়েছে।

রসময় দাস এবং তপতি দাসের কোম্পানি হ্যানিমেন জ্যাকের সাফল্য বাঙালির কাছে আইকন হতে পারে। বাঙালির অনেক রকমের ব্যবসা আছে কিন্তু আমাদের অসচেতনতা এবং অজ্ঞতার কারণে আমরা তা খুঁজে দেখার চেষ্টাও করে দেখিনি। যারা বলেন বাঙালি ব্যবসা পারেনা তারা হয় বাঙালি নয় বা বাঙালিকে চেনেন না। অযথা কিছু বাংলা বিরোধী প্রচারে কান দেওয়া নিরর্থক বরং বাঙালির প্রয়োজন সত্য ও তথ্যকে বিশ্বাস করা। বাঙালি না ব্যবসা পারলে এই ধরণের কোম্পানিগুলো সারা ভারতে ছড়িয়ে পড়তো না। 

এছাড়াও কয়েকটা ভুল ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বাঙালির অন্য রাজ্য বা অন্য দেশের ব্যবসাগুলো নাকি ব্যবসা নয়। এও বলে রাখা ভালো বাঙালি নিজ রাজ্য, দেশ-বিদেশ সব জায়গাতেই রমরমিয়ে ব্যবসা করছে। আমাদের রাজ্যেও বহু বর্হিরাজ্যের মানুষ ব্যবসা করছে তারা কিন্তু ঠিক ব্যবসায়ী বলে গণ্য হচ্ছেন সেটাও আমাদের চোখেই। এটা কি আমাদের দৃষ্টিভঙ্গির দোষ নয়। বাংলায় ব্যবসা করা বর্হিরাজ্যের ব্যবসা গুলো যদি ব্যবসা বলে মনে হয় তাহলে আমেরিকায় ব্যবসা করা বোস, টেকনা, চ্যাটার্জী গ্রুপ, মিত্র কেমিক্যালস, কোলকাতা কাঠি রোল এগুলো বাঙালির ব্যবসা নয় কেন?  

প্রসঙ্গত উল্লেখ্য বাঙালির পশ্চিমবাংলায় হাজার হাজার ব্যবসা আছে তা খোঁজার চেষ্টা করলেই আপনি জানতে পারবেন। সব ব্যবসাই যে ঢাক পিটিয়ে প্রচার করতে হবে এরকম হয়না। যেমন ধরুন মেডিক্যাল ইকুইপম্যান্ট তৈরির কোম্পানির বিজ্ঞাপন আপনি টিভিতে দেখতে পাবেন না কিন্তু হসপিটালের মালিকরা ঠিকই জানেন, তাদের কাছেই কেবল পৌঁছানোর চেষ্টা করে এসব কোম্পানিগুলি। বাঙালি যে ব্যবসায় সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে তা হল ফার্মা কোম্পানি, মেডিক্যাল ইকুইপম্যান্ট তৈরি, হোটেল ব্যবসা, ইলেকট্রিক্যাল-ইলেকট্রনিক্স টুলস তৈরি, সোনা ব্যবসা, তথ্য প্রযুক্তি, হসপিটালিটি, এডুকেশন, সিকিউরিটি সার্ভিস, এগ্রিকালচারাল প্রোডাক্টস, লজিস্টিকস সার্ভিস, জাহাজের কনটেইনার তৈরি এসব ক্ষেত্রগুলিতে। দুর্ভাগ্যের বিষয় আমাদের বাঙালিদের নিজেদেরই কোনো ধারণা নেই যে আমরা সত্যিই ব্যবসায় পিছিয়ে নেই বলে।

প্রতিবেদন- অমিত দে

  

No comments