Header Ads

লোকশিল্পী অর্পণ চক্রবর্তী ও তাঁর দলবল ভার্চুয়ালি উদযাপন করলো বিশ্ব সঙ্গীত দিবস


গত ২১ শে জুন ছিল বিশ্ব সঙ্গীত দিবস বা ওয়ার্ল্ড মিউজিক ডে৷ গোটা বিশ্বজুড়ে  পালিত হলো এই দিনটি। পিছিয়ে থাকেনি বাংলাও৷  করোনা ও লকডাউনের জন্য বাংলার শিল্পীরা গানে-গল্পে ভার্চুয়ালি উদযাপন করেছে ওয়ার্ল্ড মিউজিক ডে। তবে আয়োজনে কারও কোনো ঘাটতি সেরকম ভাবে ছিলনা। দর্শকেরাও দারুণ মজা করেছে এ দিনটিতে। 
স্বনামধন্য লোকশিল্পী অর্পণ চক্রবর্তী, যাকে আপনারা টিভির পর্দায় প্রায়ই দেখেছেন। তিনি লোকসঙ্গীতের এক পরিচিত মুখ। ২১ শে জুন লোকশিল্পী অর্পণ চক্রবর্তী ও তাঁর দলবল লোকগানের মধ্য দিয়ে ভার্চুয়ালি উদযাপন করলেন বিশ্ব সঙ্গীত দিবস৷ এর পাশাপাশি ছিল একটি লাইভ পেইন্টিং। 

বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে তাঁরা এই অনুষ্ঠানের নাম রেখেছিলেন 'ক্ষ্যাপার গান'। লোকগানের অদ্ভুত পরিবেশনায় এই অনুষ্ঠান এক আলাদা আবহ তৈরি করেছিল৷ সবচেয়ে মজার বিষয় এ অনুষ্ঠানের একদিকে চলছে লোকগান আর অন্যদিকে চলছে লাইভ পেইন্টিং, যা এখনও পর্যন্ত কোনো লোকগানের ভার্চুয়াল অনুষ্ঠানে সেভাবে দেখা যায়নি। এই অনুষ্ঠানে লাইভ পেইন্টিং করেন শিল্পী কৌস্তভ চক্রবর্তী। তাঁর হাতে আঁকা পেইন্টিং মুগ্ধ করে দেওয়ার মতো। 

লোকশিল্পী অর্পণ চক্রবর্তী ও তাঁর দলের সকলেই অর্থাৎ রূপম পারাকাশানিস্ট, সোনাই ব্যানার্জী, সুদীপ সাহা ও শুভময় ঘোষের অসাধারণ পরিবেশনা হৃদয় জয় করে নেয় দর্শকদের। সমগ্র অনুষ্ঠানে ক্যামেরা কন্ট্রোল করেছেন সাত্যকি চট্টোপাধ্যায়। সব মিলিয়ে বিশ্ব সঙ্গীত দিবসের বৃষ্টিভেজা সন্ধ্যায় তাঁরা এক অবর্ণনীয় মুহূর্ত উপহার দিলেন দর্শকদের।

প্রতিবেদন- সুমিত দে


No comments