Header Ads

বেলা শেষ, চলে গেলেন সন্দীপের 'বিমলা' স্বাতীলেখা সেনগুপ্ত


সন্দীপ তো চলেই গেছেন আর এবার বিমলাও চলে গেলেন অমৃতলোকে। চিরবিদায় নিলেন কিংবদন্তি অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি৷ ডায়ালিসিস চলছিল তাঁর। ২১ দিন ধরে আইসিইউতেও ভর্তি ছিলেন তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।  


থিয়েটার মঞ্চ থেকে রূপোলী পর্দা সর্বত্র দাপিয়ে বেড়িয়েছেন তিনি। তাঁর নজরকাড়া অভিনয় মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের। ১৯৭০ সালে এলাহাবাদে এ.সি. বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় স্বাতীলেখা সেনগুপ্ত থিয়েটারে কাজ শুরু করেন। তিনি বি.ভি. কারাট, তাপস সেন ও খালেদ চৌধুরীর মতো লোকের উৎসাহও পেয়েছেন। ১৯৭৮ সালে তিনি কলকাতায় চলে আসেন এবং নান্দীকর নাট্যদলে যোগদান করেন। নান্দীকরে রুদ্রপ্রসাদ  সেনগুপ্তের নির্দেশনায় তিনি কাজ করতে থাকেন।  

১৯৭৫ সালে সত্যজিৎ রায় নির্দেশিত ঘরে-বাইরে ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেন। সত্যজিৎ রায় পরিচালিত এ ছবিতে তিনি বিমলার চরিত্রে অভিনয় করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে-বাইরে উপন্যাসের ওপর ভিত্তি করে ছবিটি বানানো হয়েছিল। 

ঘরে-বাইরে ছবির সাফল্যের পর বহু বছর বাংলা ছবির দর্শক তাঁকে পর্দায় দেখতে পাননি। কিন্তু মঞ্চে দাপিয়ে অভিনয় করে গিয়েছেন তিনি৷ নান্দীকর নাট্য গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। পরবর্তীকালে উইন্ডোজ প্রোডাকশনের কর্ণধার তথা চিত্র পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি 'বেলাশেষে' তে তিনি অভিনয় করেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছিলেন তিনি। যে ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে লক্ষ লক্ষ দর্শকদের।   

'বেলা শেষে' ছবির পর পরিচালক শিবপ্রসাদ বন্দোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি 'বেলা শেষে' তে অভিনয় করলেন তিনি৷ এটিই হলো তাঁর অভিনীত শেষ ছবি। এ ছবিতেও তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে জুটি বেঁধেছিলেন। 'বেলা শুরু' ছবিটি মুক্তির আগেই চলে গেলেন ছবির নায়ক নায়িকা। গত নভেম্বরে পরলোক গমন করেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, আর এবার চলে গেলেন স্বাতীলেখা সেনগুপ্ত। 

অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা টলিউডে। থিয়েটারের মঞ্চ থেকে চলচ্চিত্রের পর্দা আজ অভিভাবিকাহীন। 

প্রতিবেদন- সুমিত দে


No comments