Header Ads

ইয়াস ও করোনা বিপর্যস্ত মানুষের পাশে বাংলা পক্ষ, চলছে ত্রাণ বিলি থেকে রক্তদান


করোনা ও ইয়াস বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছে 'বাংলা পক্ষ'। ভারতে বাঙালির জাতীয় সংগঠন হলো 'বাংলা পক্ষ'। তাঁদের আলাদা করে পরিচয় না করালেও চলবে। বাংলা ও বাঙালির অধিকারের জন্য লড়াই করছে তাঁরা। ফেসবুক নয়, বাস্তবের মাটিতে হাতে হাত রেখে লড়াই চলছে তাঁদের। পাহাড় থেকে মোহনা সর্বত্র এখন বাংলা পক্ষের ঠিকানা রয়েছে। 


বাংলার উত্তরে শিলিগুড়িতে বাংলা পক্ষ আর্তপীড়িত-অসহায় মানুষদের কাছে রান্না করা খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। জলপাইগুড়ি জেলার নানা এলাকায় স্যানিটাইজেশনের কাজ করছে। এছাড়াও নানা জেলায় কোভিড যোদ্ধা হিসাবে কাজ করছেন বাংলা পক্ষের সহযোদ্ধারা। কোভিড পরিস্থিতিতে রাজ্যে বিপুল পরিমাণ রক্তের ঘাটতি দেখা দিয়েছে। নিজেদের উদ্যোগে বাংলা পক্ষ ইতিমধ্যে হুগলী, আলিপুরদুয়ার ও মালদাতে রক্তদান শিবির করেছে।  

কদিন আগে ইয়াস নামের যে সাইক্লোন হয়েছে তাতে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা ও সুন্দরবনে ভয়াবহ ক্ষতি হয়েছে। ইয়াসের মোকাবিলায় বাংলা পক্ষ ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছিল পূর্ব মেদিনীপুরের তাজপুর সংলগ্ন এলাকায়। পূর্ব মেদিনীপুর বাংলা পক্ষের সহযোদ্ধারা পর্যবেক্ষণ করে আগের থেকেই দেখে রেখেছিল যে পূর্ব মেদিনীপুরে কোন কোন জায়গাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের মতে, তাজপুরে অত্যধিক পরিমাণ ক্ষতি হয়েছে। প্রবল জলোচ্ছাসের ধাক্কায় তাজপুরের মেরিন ড্রাইভ পুরোপুরি ভেঙ্গে পড়েছে। গ্রামের বিভিন্ন জায়গায় জল জমে আছে। বহু বাড়িঘর ভেঙে গেছে। 

পূর্ব মেদিনীপুর বাংলা পক্ষ ও হাওড়া বাংলা পক্ষ শাখার উদ্যোগে পূর্ব মেদিনীপুরের তাজপুর সংলগ্ন এলাকার ৪০০ জন মানুষের হাতে তুলে দেওয়া হয় খাবার, জলের বোতল, দুধের প্যাকেট, পর্যাপ্ত  পরিমাণ স্যানিটারি ন্যাপকিন, প্যারাসিটামল, মাস্ক ও স্যানিটাইজার। এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন বাংলা পক্ষের অন্যতম কারিগর গর্গ চট্টোপাধ্যায় ও কৌশিক মাইতি এবং হাওড়া বাংলা পক্ষের সম্পাদক জয়দীপ দে।  এই কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা  নিয়েছিলেন বাপী ঘুঁড়ে, পার্থ পাহাড়ি, বিশ্বজিৎ শাসমল ও সুতনু পণ্ডিত। 

বাংলা পক্ষের পরবর্তী গন্তব্য সুন্দরবন। সেখানে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে তাঁরা। খুব শীঘ্রই দুই চব্বিশ পরগণার সহযোদ্ধারা পাড়ি দেবেন সুন্দরবনে। গতবছর আমফান পরবর্তী সময়ে সুন্দরবনের মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল বাংলা পক্ষ। এবারও সুন্দরবনের মানুষের পাশে দাঁড়াচ্ছে বাংলা পক্ষ। 

প্রতিবেদন- সুমিত দে


No comments