Header Ads

সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের ব্র্যান্ডিং এর দায়িত্ব পেল বন্ধন ব্যাঙ্ক


যে-কোনো কোম্পানির কাছেই ব্র্যান্ডিং খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে সমস্ত কোম্পানি গুলোতে সরাসরি কাস্টমারদের সাথে যোগাযোগ থাকে সেই সব কোম্পানির কাছে তো এর গুরুত্ব অপরিসীম। বিভিন্ন কোম্পানির মতো কিছু কিছু রেল স্টেশনেরও ব্র্যান্ডিং করে থাকে রেল বিভাগ।


রেল স্টেশনে ব্র্যান্ডিং বলতে সাধারণত রেল স্টেশনে বিজ্ঞাপন দেওয়ায় অধিকার দেওয়া হয়। বিনিময়ে রেল তাদের কাছ থেকে টাকা নিয়ে থাকে যা রেলের উপার্জন বাড়াতে সাহায্য করে। সেই সব কোম্পানি গুলোও অনেক সময় রেলের হয়ে প্রচার করে থাকে।

এর আগে রেল বিভিন্ন কোম্পানিকে একসাথে স্টেশনের ব্র্যান্ডিং এর জন্য দিত। কিন্তু এই প্রথমবার সমগ্র স্টেশনটিকেই একটি কোম্পানির হাতে ব্র্যান্ডিং -এর দায়িত্ব দিল।

প্রথম কোনো বেসরকারি কোম্পানি হিসেবে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের ব্র্যান্ডিং অধিকার পেল বাঙালি কোম্পানি বন্ধন ব্যাঙ্ক।

বন্ধন ব্যাঙ্কের সদর দপ্তরও সল্টলেক সেক্টর ফাইভেই অবস্থিত। কোলকাতার আইটি হাবও হল সল্টলেক সেক্টর ফাইভ, যার ফলে বন্ধন ব্যাঙ্ক এক লহমায় অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারবে যা বন্ধন ব্যাঙ্কের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে সাহায্য করবে। এবার থেকে বন্ধন ব্যাঙ্ক সল্টলেক সেক্টর ফাইভ নামেই পরিচিতি পাবে এই স্টেশন যা বন্ধন ব্যাঙ্কের জন্য একটি মাইলফলক বলা যেতে পারে।

পশ্চিম বাংলার বিভিন্ন স্টেশন বা বিভিন্ন জায়গায় বাঙালি ব্যবসায়ীদের বিজ্ঞাপন বাড়লে লাভবান হবে বাঙালি ব্যবসায়ীরা। যে-কোনো স্থানের ক্ষেত্রেই সাধারণ ব্যবসায়ীরা অগ্রাধিকার পায় এটাই স্বাভাবিক, রেলের এই পদক্ষেপ তাই প্রশংসার দাবি রাখে।

প্রতিবেদন- অমিত দে


No comments