Header Ads

১১ বছর বয়সে কম্পিউটার পোগ্রামিং এর বই লিখে বিশ্বকে চমকে দিলো বঙ্গসন্তান


আলিপুরদুয়ারের বিস্ময় বালক। ১১ বছর বয়সে মাত্র একদিনে কোডিং এর ওপর ১০৬ পাতার বই লিখে গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে আলিপুরদুয়ারের অনুব্রত সরকার। কী চমকে যাচ্ছেন তো? চমকানোর কিছু নেই। কারণ আমাদের মনে রাখা উচিৎ যে বাংলা হলো প্রতিভার আঁতুড়ঘর। বাঙালির মেধা কখনো থেমে থাকে না। অনেকে অযথা বলেন যে বাংলাতে নাকি কোনো ভবিষ্যৎ নেই। বাংলাতে থেকে নাকি কোনো বড়ো কাজ করা যায়না৷ 


বাঙালির হীনমন্যতা যখন মজ্জায় মজ্জায় ঢুকে পড়েছে তখন সেই হীনমন্যতাকে দূর করতে পারে বাঙালির কিছু বিস্ময়কর কর্মকাণ্ড। যেমনটা অনুব্রত সরকার মাত্র ১১ বছর বয়সেই করে দেখালো। কেবল একদিনেই কম্পিউটার পোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট কোডিং এর ওপর 'কোড ওয়ার্ল্ড' নামে ১০৬ পাতার বই লিখে চমকে দিয়েছে সে। তার কৃতিত্বে তাজ্জব অন্তর্জাল দুনিয়া।  

অনুব্রতর কোডিং এর ওপর লেখা বই জমা দেওয়ার ১৬ ঘন্টার মধ্যেই বইটিকে মান্যতা দেয় অ্যামাজন। অনুব্রতর এই বইটি মার্কিন মুলুক ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ বিশ্বের ১১ টি দেশে বিক্রি হচ্ছে। আলিপুরদুয়ার পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের আবাসনে মা, বাবার সাথে থাকে ক্লাস সিক্সের বুদ্ধিমান বালক অনুব্রত সরকার। 

অনুব্রত তার লেখা এই বইতে ফায়ারবেস, পোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা স্ক্রিপ্টের মতো বহু জটিল বিষয় তুলে ধরেছে। গত ১০ ই জুন ছিল সুন্দর পিচাই -এর জন্মদিন। তাকে উপহার হিসেবে এই বই তুলে দিয়েছে ছোট্ট অনুব্রত। এর আগে ২০২০ সালে তার তৈরি ৬ টি অ্যাপ স্থান পেয়েছে গুগল প্লে স্টোরে। 

ক্লাস থ্রিতে পড়ার সময়ই তার কম্পিউটারের হাতেখড়ি। সারাক্ষণ হাতে মাউস ও কানে হেডফোন নিয়ে কম্পিউটার জগতে ঘুরতে থাকে সে। এতো অল্প বয়সে কম্পিউটারের পোগ্রামিং নিয়ে বই লেখা খুব কঠিন থেকে কঠিনতর। অ্যামাজন ডট কমে ই-বুকের পাশাপাশি অ্যামেরিকাতে ছাপা বই হিসেবেও বিক্রি হচ্ছে। বিদেশের বাজারে বইটির তুমুল চাহিদা বাড়ছে। ইতিমধ্যেই প্রবল জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে এই বই। ১১ বছর বয়সেই যদি সে এমন সাফল্য পেয়ে থাকে তাহলে ধরেই নেওয়া যায় ভবিষ্যতে একজন সম্ভাবনাময় কম্পিউটার পোগ্রামার হিসেবে উঠে আসবে তার নাম।   

প্রতিবেদন- সুমিত দে



No comments