Header Ads

প্রেমাংশু বসু নায়ক না হলেও বাংলা ছবি ও নাটকের দর্শকেরা তাঁকে একডাকে চেনেন


মানিকদা আপনি যে আপনার ছবিতে ডাকলেন না?

সত্যজিৎ রায় বললেন সময় হলে তিনি ঠিক ডাক পাবেন৷

তারপর একদিন সত্যিই তাঁর কাছে মানিকদার ছবিতে অভিনয় করার ডাক এল, ভানু রায় খবর নিয়ে এসেছেন, খবর পাঠিয়েছেন প্রবাদপ্রতিম চিত্রপরিচালক সত্যজিৎ রায়৷

'নায়ক' ছবির জন্য দুটো রোল আছে একটা নায়কের সেক্রেটারি আর একটা ট্রেড ইউনিয়ন লিডার৷


তিনি কোন চরিত্রে অভিনয় করতে চান?

'নায়ক' ছবিতে জীবনে বেশ সফল একটি মানুষের জীবনযাত্রার অসহ্য, একাকিত্বের অপরূপ চিত্র ফুটে উঠেছে সত্যজিৎ রায় ও উত্তমকুমারের মেলবন্ধনে৷

জনপ্রিয় চিত্রাভিনেতার খ্যাতি ও সচ্ছলতার অন্তরালে অসহ্য একাকিত্ব নিটোল ঘটনাবিন্যাসে 'নায়ক' জীবন্ত হয়েছে চিত্র পরিচালকের দক্ষতায়৷

'নায়ক' ছবির নায়ক অর্থাৎ আবালবৃদ্ধ বনিতার হৃদয়ের মনিকোঠায় চিরস্থায়ী আসন পাওয়া মহানায়ক উত্তমকুমারের অনবদ্য, অবিস্মরনীয় অভিনয় প্রাচুর্যের মধ্যেও যে দীনহীন, অনেকের মধ্যে থেকেও সে একা, বড় নিঃসঙ্গ৷

প্রেমাংশু বসু সম্ভবত কোনওদিন নায়ক হতে পারেন নি! অথচ বাংলা ছবি ও নাটকের দর্শকরা তাঁকে একডাকে চেনেন৷

থিয়েটার বলতে গেলে ছিল তাঁর আর একটা ঘর-বাড়ি৷ একুশ বছর ছিলেন স্টার থিয়েটারে৷ সেখানকার সব নাটকে তিনি অভিনয় করেছেন৷ স্টারে প্রেমাংশু বসুর শেষ নাটক 'জনপদবধূ'৷ সিনেমায় প্রথম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন 'কেরানীর জীবন' ছবিতে৷ 'চাঁপাডাঙার বউ', 'কুহক', 'পূরবী', 'প্রিয়তমা' তাঁর জীবনের উল্লেখযোগ্য ছবি৷

সত্যজিৎ রায় অবশ্য সেদিন প্রেমাংশু বাবুর উত্তরের অপেক্ষা না করেই সেদিন বলেই দিয়েছিলেন তাঁর ইচ্ছা তিনি যেন ট্রেড ইউনিয়ন লিডারের চরিত্রে অভিনয় করেন৷

মানিকবাবু মহাশয় বারবার একটা কথা বলতেন যে চরিত্রে যাকে মানাবে, তিনি তাঁকে নেবেন, সে নতুন মুখ হোক অথবা পুরোনো৷

"জলসাঘরে'- ছবি বিশ্বাস কে নিয়েছি, ওই চরিত্রে তিনি ছিলেন উপযুক্ত অভিনেতা, আবার 'নায়ক' ছবিতে উত্তমের দরকার হয়েছিল।" কথা গুলো প্রবাদপ্রতিম চিত্র পরিচালক সত্যজিৎ রায় মহাশয়ের৷

'নায়ক' ছবিতে ইউনিয়ন লিডার বীরেশের ভূমিকায় অসাধারণ অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখে সিনেমাপ্রেমী মানুষের কাছে নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন ইউনিয়ন লিডার প্রেমাংশু বসু৷

সত্যজিৎ রায় ও প্রেমাংশু বসুর মধ্যে চেনাজানা অবশ্য বেশ অনেককাল আগের তখন সত্যজিৎ রায় চিত্র পরিচালনার জগতে আসেন নি৷

প্রেমাংশু বসুর একটি রাবার গুডসের দোকান ছিল সেই দোকানে দুপুরে আড্ডা দিতে আসতেন সত্যজিৎ রায়, সহকর্মী অন্নদা মুন্সি৷ দুজনেই তখন ডি জে কিমারে আছেন৷ অন্নদা মুন্সি মানুষটার কাছে বিজ্ঞাপন জগত কৃতজ্ঞ, বলতে গেলে বলা যায় লে আউট কাজ করাটা সত্যজিৎ রায় শিখেছিলেন অন্নদা মুন্সির কাছে একথা তিনি নিজে স্বয়ং বলেছেন৷

সত্যজিৎ রায় পরে সিনেমার জগতে এলেন এবং আক্ষরিক অর্থে বিশ্বজয় করলেন৷

মানিকবাবুর সাথে সেইসময় একদিন দেখা হল প্রেমাংশু বসুর৷

মানিকদা আপনি যে আপনার ছবিতে ডাকলেন না?

উত্তরে সত্যজিৎ রায় বললেন সঠিক সময়ে তাঁকে ডাকবেন৷

প্রেমাংশু বসু ডাক পেলেন সত্যজিৎ রায়ের 'নায়ক' ছবিতে৷

ইউনিয়ন লিডার বীরেশের চরিত্রে অভিনয় করবেন৷

বীরেশের সঙ্গে ছবির প্রধান চরিত্র অরিন্দম মুখার্জির দশ বছর একই সঙ্গে পড়াশোনা, এক স্কুল এক কলেজ, দু'জনের প্রবল বন্ধুত্ব, মাঝে একদিন হঠাৎ গন্ডগোল, ইউনিয়ন লিডার বীরেশ পুলিশের হাতে গ্রেফতার হলেন, অন্যদিকে ইউনিয়ন গেটের একটু দূরে নিজের নাটকের সংলাপ ঝালিয়ে নেওয়া অরিন্দম মুখার্জির জীবনের মোড় ঘুরে গেলো৷ কঠিন সংগ্রামের মাধ্যমে অরিন্দম মুখার্জির নায়ক হয়ে ওঠা, সিনেমার জগতে প্রতিষ্ঠা পাওয়া, খ্যাতি, যশ, প্রতিপত্তি, আর্থিক উন্নতি, বালিগঞ্জে ফ্ল্যাট, একটা গাড়ি.. কিন্তু তারপরেও সব থেকেও যেন কিছুই নেই তাঁর৷

ধর্মঘটী শ্রমিকদের সামনে নায়ক উত্তমকুমার যখন গাড়ি থেকে নামতে অস্বীকার করলেন সেই মুহূর্তে ইউনিয়ন লিডার বীরেশের চরিত্রে প্রেমাংশু বসুর মর্মস্পর্শী অভিনয় এককথায় অসাধারণ বললে অনেক-অনেক কম বলা হয় নিশ্চয়ই সিনেমাপ্রেমী মানুষদের সাথে সিনেমা সমালোচকরা সেকথা একবাক্যে স্বীকার করবেন!

যিনি ইউনিয়ন লিডারের চরিত্রে অভিনয় করেছেন সেই প্রেমাংশু বসুকে একবার সাংবাদিক রবি বসু জিজ্ঞেস করেছিলেন, আপনি কি ট্রেড ইউনিয়ন করতেন নাকি?-

পাগল হয়েছেন, পেটের দায়ে ট্রেড করেছি হয়তো, কিন্তু ইউনিয়ন! ওসব ব্যাপার থেকে আমি শতহস্তে দূরে৷

রবি বসুর আরও একটি প্রশ্ন ছিল তাঁর কাছে 'কেরানীর জীবন' ছাড়া ফিল্মের আর কোন চরিত্রে অভিনয় করে আপনি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন?

উত্তর দিতে একটি মুহূর্ত সময় না নিয়ে প্রেমাংশু বসু বলেছিলেন সত্যজিৎ রায়ের 'নায়ক'৷

সত্যজিৎ রায় সেই বিরল প্রতিভার চিত্র পরিচালক যিনি পারতেন যেকোনও অভিনেতা-অভিনেত্রীর থেকে তাদের অভিনয়ের সেরাটা বের আনতে৷ বোধহয় সেই কারণে 'নায়ক' ছবিতে নায়কের ভূমিকায় মহানায়ক উত্তমকুমারের অসাধারণ অভিনয়ের প্রশংসার সঙ্গে উচ্চারিত হয় ইউনিয়ন লিডার বীরেশের ভূমিকায় অভিনয় করা প্রেমাংশু বসুর নাম৷

তথ্যঋণ ও কৃতজ্ঞতা স্বীকার- সাতরঙ, রবি বসু

প্রতিবেদন- অরুণাভ সেন


No comments