Header Ads

অজিতাভ বরাটের পরিচালনায় মুক্তি পেল 'তুমি রবে নীরবে' এবং 'ইউ টার্ন'


ভিন্নধারার দুই ছবি নিয়ে হাজির পরিচালক অজিতাভ বরাট। তাঁর পরিচালনায় মুক্তি পেল 'ইউ টার্ন' ও 'তুমি রবে নীরবে' নামের দু-দুটো ছবি। এমএক্স প্লেয়ারে মুক্তি পেয়েছে 'তুমি রবে নীরবে' এবং হটস্টারে মুক্তি পেয়েছে 'ইউ টার্ন'। সম্পর্ক, সাসপেন্স ও পরিপূর্ণতার জালে তৈরি হয়েছে এই ছবি দুটির প্লট। 


করোনা ও লকডাউনের জন্য বাংলাতে বহুদিন ধরে মুক্তি পাচ্ছে না বহু ছবি। লকডাউনে বিনোদনের তেমন সুযোগ নেই এবার। কোভিডের ভয় কাটাতে ও নিজেদের মনোবল বাড়াতে বিনোদনের উপায় খুঁজছেন অনেকে। তাঁদের আনন্দ দ্বিগুণ করতে মুক্তি পেল বাংলা ছবি 'তুমি রবে নীরবে' এবং 'ইউ টার্ন'। সিনেমাহল সক্রিয় না থাকলেও ওটিটি প্ল্যাটফর্মগুলোতে জোরকদমে মুক্তি পাচ্ছে একের পর এক নিত্যনতুন ছবি৷  


'তুমি রবে নীরবে' ছবিতে অভিনয় করেছেন দেবাশীষ গাঙ্গুলী, দিব্যেন্দু সেনগুপ্ত, রমা সেন ও অজিতাভ বরাট। 'ইউ টার্ন' ছবিতে অভিনয় করেছেন অরিন্দম ব্যানার্জী, অর্ঘ্য গাঙ্গুলী, অভিনেত্রী সোনিয়া সাহা ও নবনীতা সিংহ। 


ছবিগুলোর প্রসঙ্গে পরিচালক অজিতাভ বরাট বলেন, "ছবির প্রতিটি ছন্দে রয়েছে টুইস্ট। যা দর্শকদের মনে দাগ কাটবে। বাংলা ছবির জগতে এই দুটি ছবি অন্য ধারা হিসাবে দর্শকরা উপহার পাবেন।"

প্রযোজক রাজীব বল, নিবেদিতা বল ও তনুশ্রী দত্তের প্রযোজনাতে মুক্তি পেয়েছে 'তুমি রবে নীরবে' ও 'ইউ টার্ন'। প্রযোজক রাজীব বল জানান "দুটি ছবি দুটি আলাদা স্বাদের। যা মানুষের খুব ভালো লাগবে।"

প্রতিবেদন- সুমিত দে


No comments