এক নিউমোনিয়া রোগীকে ২২০ কিমি যাত্রা করে ওষুধ পৌঁছালো 'টিম রূপম ইসলাম'
পৃথিবীতে মানব জন্মের পর যতবারই জরামৃত্যু ও মহামারী মানুষকে গ্রাস করতে চেয়েছে, ততবারই মানুষ তাকে প্রতিহত করেছে। ইতিহাসের পাতা খুললে আমরা দেখতে পাই এর আগে বিশ্বে যতগুলো মহামারী এসেছে সেই মহামারী দমনে সামাজিক সংগঠন থেকে শিল্পসমাজই মুখ্য ভূমিকা পালন করেছে। আজও অব্যাহত সেই ধারা।
করোনার কবলে সারা পৃথিবী আজকে অসহায়। পৃথিবীর কথা ছেড়েই দিয়ে প্রথমে নিজেদের মাতৃভূমির দিকে চোখ রাখা যাক। আমাদের পশ্চিমবঙ্গের করোনা চিত্রও খুব একটা সুবিধার নয়। প্রত্যহ কোথাও না কোথাও বেড ও অক্সিজেনের অভাবে কত কত লোক মারা যাচ্ছে।
আজকের করোনাময় যুদ্ধোত্তর সময়ে কেউ যেন দূর থেকে হাঁক পাড়ছে "ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা"। সমাজের সকল যোদ্ধাবেশী মানুষদের কবি আহ্বান জানিয়েছেন এ কবিতার মাধ্যমে। সেই কবিতা ক্রমশ বাস্তবেও ফুটে উঠছে। করোনা আবারও শিক্ষা দিচ্ছে মানুষ মানুষের জন্য। কোভিড দূরীকরণে যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের দেখেই এমন সব চিন্তার প্রতিফলন ঘটছে। এই মুহূর্তে যাঁরা কোভিড যুদ্ধে সামিল তাদের মধ্যে স্বর্ণাক্ষরে জ্বলজ্বল করে উঠছে 'টিম রূপম ইসলাম' - এর নাম।
বর্তমান পরিস্থিতিতে যে সকল রোগী বেড পাচ্ছেন না, অক্সিজেন পাচ্ছেন না, খাবার ও ওষুধ পাচ্ছেন না তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন 'টিম রূপম ইসলাম'- এর সদস্যগণ। তাঁদের এই অবদান জরাজীর্ণ বিশ্বকে অনেকটা মুক্তির স্বাদ জাগাচ্ছে।
সম্প্রতি 'টিম রূপম ইসলামে'র একটি মহৎ উদ্যোগ মানবিকতার অনন্য নজির তৈরি করলো। তাঁরা ২২০ কিমি যাত্রা করে পুরুলিয়ার বান্দোয়ানে এক নিউমোনিয়া আক্রান্ত রোগীকে পৌঁছে দিলেন প্রয়োজনীয় ওষুধ-পথ্য। বান্দোয়ানার এই রোগীটি কোভিড জয়ী কিন্তু এখন তিনি নিউমোনিয়াতে আক্রান্ত। টিম রূপম ইসলাম পুরুলিয়ার দুই সহযোদ্ধা অর্ণব গাঙ্গুলি ও সায়ন মুখার্জি লকডাউন চলাকালীন পুরুলিয়া টাউন থানার কাছে অনুমতি নিয়ে এই দীর্ঘ পথ অতিক্রম করে প্রয়োজনীয় ওষুধ তুলে দেন রোগীর পরিবারের হাতে।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment