শহরের মনখারাপের মাঝে আসছে কৌশিক চক্রবর্তীর নতুন গান 'শহরের ছবিগুলো'
মহামারীর করাল গ্রাসে ভালো নেই শহরের মানুষজন কাক-পক্ষী কেউই। নিজের মতো করে বেঁচে থাকার লড়াইতে সামিল সকলে। শহরের যেন মন খারাপ। শহরের আবহমান সময় বলছে আমরা কেউ ভালো নেই। কিন্তু সকলেই ভালো থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৈশাখের ফুটিফাটা গরম আর করোনা স্ট্রেনের অত্যাচার, জীবন আজকে ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছে৷ জীবনের কঠিন সময়ে আনন্দে মুখরিত হয়ে উঠতে পারাটাই হলো আসল চ্যালেঞ্জ।
শহরের মনখারাপের মাঝে সকলের সাথে আনন্দ শেয়ার করে নিতে সঙ্গীতশিল্পী কৌশিক চক্রবর্তী নিয়ে আসছেন তাঁর নতুন গান 'শহরের ছবিগুলো।' যা মুক্তি পাবে আগামী ১৪ ই মে JSE Music থেকে। গতবছর লকডাউনের সময় থেকে ২০২১ এর এপ্রিল কৌশিক চক্রবর্তী থামিয়ে দেননি তাঁর গান। একের পর এক গান রিলিজ করে তিনি মহামারীর মতো কঠিন সময়ে সঙ্গীতপ্রেমী মানুষদের মন জয় করে নিয়েছেন।
'শহরের ছবিগুলো' গানের প্রসঙ্গে কৌশিক চক্রবর্তী জানান "শহর জুড়ে নেমে এসেছে মহামারীর কালো ছায়া। সবাই সবার মত করে লড়াই করছে। এর মধ্যে থেকেই আমাদের কাজ চালিয়ে যেতে হবে। গতবছর লক ডাউনের প্রথম দিন থেকে শুরু করে আজ অবধি একের পর এক কাজ করে গেছি। নিজের আনন্দের পাশাপাশি তোমাদের আনন্দ দেওয়াটা এক বড় চ্যালেঞ্জ এই কঠিন সময়ে। মন ভালো নেই আমাদের। মন ভালো নেই শহরের !!"
JSE Events LLC'র সাথে কৌশিক চক্রবর্তীর পথচলা শুরু হয়েছে এই বাংলা নববর্ষে। JSE Music এর সাথে গাঁটছড়া বেঁধে আসছে তাঁর প্রথম সোলো অ্যালবাম 'মহানগরের কাব্যকথা'। যার প্রথম গান হলো 'শহরের ছবিগুলো'। এই প্রথম ডিজিটালি রিলিজ করছে তাঁর সোলো অ্যালবামের একটি গান - যেটি প্রেমিকা 'শহর কোলকাতা'কে কৌশিক চক্রবর্তীর উপহার। গানটির একটি সুন্দর অ্যানিমেশান ভিডিও তৈরি করছে ফ্রেডি করিশমা - রৌনক পাত্রের তত্ত্বাবধানে।
নতুন বাংলা বছরে কৌশিক চক্রবর্তীর প্রথম কাজ হলো তাঁর প্রথম সোলো অ্যালবাম 'মহানগরের কাব্যকথা'। যার প্রথম গান 'শহরের ছবিগুলো' আসছে ১৪ ই মে। ইতিমধ্যেই গানটি নিয়ে দিনগোনা শুরু করে দিয়েছে সঙ্গীত অনুরাগী বহু মানুষ। এই গানটির মধ্যে শহরের অনেক গোপন কথা লুকিয়ে আছে। যে কথাগুলোর উত্তর পাওয়া যাবে খুব শীঘ্রই।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment