বিষ্ণুপুরে 'মল্লভূম প্রয়াস' চালু করলো অক্সিজেন কনসেনট্রেটর, সহযোগিতায় 'মুক্তি ফাউন্ডেশন'
'মুক্তি ফাউন্ডেশনে'র এর সহযোগিতাতায় 'মল্লভূম প্রয়াস' এর উদ্যোগে এই প্রথম বিষ্ণুপুরে অক্সিজেন কনসেনট্রেটর। করোনার এই মহামারীর মুহূর্তে চারদিকেই অক্সিজেনের ঘাটতি।সকল মানুষ সঠিক সময়ে মানুষের প্রাণ বাঁচানোর জন্য অক্সিজেন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই কঠিন মুহূর্তে অক্সিজেন কনসেনট্রেটর এর মাধ্যমে আক্রান্ত মানুষের সাহায্য করতে সক্ষম হয়েছে মল্লভূম প্রয়াস। যার ফলে কনসেনট্রেটর এর মাধ্যমে মানুষদের অক্সিজেন সরবরাহ করার কাজ শুরু করে দিলো তাঁরা।
২০১৭ সালে পথচলা শুরু হয় মল্লভূম প্রয়াস - এর। দেখতে দেখতে চারটা বছর অতিক্রম করে ফেলেছে মল্লভূম প্রয়াস৷ তাঁরা নানাভাবে অসহায় অবহেলিত আর্তপীড়িত মানুষের পাশে ছায়াবৃক্ষ হয়ে দাঁড়ানোর চেষ্টা করে থাকে। চার বছর ধরে তাঁরা একাধিক কর্মসূচীর মাধ্যমে সাধারণ মানুষের অন্তরে স্থান করে নিয়েছে। কখনও অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, কখনও দরিদ্র ব্যক্তিদের মুখে খাবার তুলে দেওয়া, কখনও পরিবেশ বাঁচানোর লড়াই এবং কখনও সচেতনমূলক কাজের মাধ্যমে মানুষকে উৎসাহ করা প্রভৃতি মহৎ কাজের মধ্যে নিজেদের জড়িত রেখেছে তাঁরা।
মল্লভূম প্রয়াসের মতে, "এই মুহূর্তে অক্সিজেন সংকট মোকাবিলায় আমরা বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে বিনামূল্যে যথাসম্ভব আমরা রোগীর বাড়িতে বাড়িতে সিলিন্ডার সরবরাহ করছিলাম। যেহেতু সব জায়গাতেই এই সময়ে সিলিন্ডারের ঘাটতি। এমন অবস্থায় সুন্দরবনের একটি সংস্থা 'মুক্তি ফাউন্ডেশন', যাঁরা বিষ্ণুপুর এলাকায় অক্সিজেনের ঘাটতি কিছুটা হলেও নিরাময় করার জন্য আমাদের হাতে দুটো অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেয়। এবং সেটি গত ১৯ শে মে আমাদের বিষ্ণুপুরের এসডিপিও কুতুব উদ্দিন খান মহাশয় নিজে হাতে উদ্বোধন করেন এবং বিষ্ণুপুর হাসপাতালের চিকিৎসক দ্বারা তার প্রশিক্ষণ নিয়ে আমরা সেদিন থেকেই প্রয়োজনীয় রোগীর বাড়িতে পৌঁছে দিতে সক্ষম হই।"
গতবছর লকডাউন থেকেই মল্লভূম প্রয়াস বিশেষত এই মূহুর্তে যারা ঠিকমতো দুবেলা দুমুঠো খাবার পাচ্ছে না, তাছাড়াও হাসপাতালে ভর্তি করোনা রোগী ও তার পরিবারের লোকজনকে খাবার তুলে দেওয়ার কাজ চালাচ্ছে। তাঁরা হাসপাতাল সংলগ্ন এলাকা ও গোটা বিষ্ণুপুরে ঘুরে বেড়িয়ে সেই সমস্ত মানুষদের মুখে অন্ন তুলে দিচ্ছে।
কোভিড মোকাবিলায় দিনরাত এক করে পরিশ্রম করে চলেছেন মল্লভূম প্রয়াসের সকল সহযোদ্ধারা। তাঁদের বর্তমান পরিস্থিতিতে নানান মানবিক উদ্যোগ নেওয়াকে সমর্থন জানাচ্ছেন বহু মানুষ। অক্সিজেনের ঘাটতি মেটাতে তাঁরা যেভাবে পদক্ষেপ নিচ্ছে তাতে বিষ্ণুপুরে অক্সিজেন ঘাটতি কিছুটা হলেও হ্রাস পাবে। মল্লভূম প্রয়াসের সকল সহযোদ্ধারা চান পুরো বাংলা তথা পুরো ভারতে যেন অক্সিজেনের ঘাটতি না হয়।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment