বাঙালির বিশ্বজয়, স্পেনের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন অমর্ত্য সেন
স্পেনের সর্বোচ্চ সম্মান 'প্রিন্সেস অফ অস্টুরিয়াস' সম্মানে ভূষিত হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সমাজবিজ্ঞান বিষয়ে স্পেনে প্রদান করা হয় এই সর্বোচ্চ সম্মান৷ গত বুধবার প্রিন্সেস অফ অস্টুরিয়াস ফাইন্ডেশন তাঁকে এই সম্মানে ভূষিত করে। প্রিন্সেস অফ অস্টুরিয়াস ফাউন্ডেশনের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০ টি দেশের ৪১ জন বিশিষ্ট ব্যক্তির মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে অমর্ত্য সেনকে সমাজবিজ্ঞানের এই সম্মানের জন্য।
পুরস্কার হিসেবে অমর্ত্য সেনকে দেওয়া হয়েছে ৫০ হাজার ইউরো এবং জোয়ান মিরোর একটি মূর্তি ও একটি শংসাপত্র। বার্সেলোনায় কাসা এশিয়ার ডিরেক্টর জেনারেল জেভিয়ার প্যারানডো অমর্ত্য সেনের জন্য মনোনয়ন প্রেরণ করেছিলেন।
দুর্ভিক্ষের ওপর অমর্ত্য সেনের গবেষণা এবং তাঁর থিওরি অফ হিউম্যান ডেভেলপমেন্টের জন্য তিনি এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। গত কয়েক দশক ধরে বিশ্বে ন্যায়বিচারের প্রশ্ন তুলে তিনি সকলের পথপ্রদর্শক হিসেবে কাজ করে চলেছেন। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে তিনি লড়ছেন। তাঁর গুরুত্বপূর্ণ যুক্তি হলো সামাজিক সমৃদ্ধি কেবল অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রেই বয়, উন্নয়নের সুযোগের ক্ষেত্রে বিশেষত দুর্বলদের ক্ষেত্রেও পরিমাপ করা উচিৎ।
দেশব্যাপী লকডাউনে চরম আর্থিক সংকটের মুখে বহু মানুষ। বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কত কত মানুষের পেটে ঠিকমতো খাবার জুটছে না। পৃথিবীর মধ্যে ভারতের বার্ষিক গড় আয় সবচেয়ে বেশি পরিমাণে হ্রাস পেয়েছে। এই যে একটা আর্থিক দুর্দশা, তার মাঝে দাঁড়িয়ে পথ দেখিয়েছেন অমর্ত্য সেন। ভারতের অর্থনৈতিক বাজারকে চাঙ্গা করতে দরিদ্র ও শ্রমজীবী মানুষদের হাতে টাকা তুলে দেওয়ার নীতির কথা বলেছিলেন তিনি।ভারতের শাসকগোষ্ঠী তাঁর নীতিকে প্রত্যাখ্যান করেছিল। তাঁকে এই নীতির কথা বলার জন্য গৈরিক শিবিরের কুৎসিত আক্রমণেরও শিকার হতে হয়। যদিও আমেরিকাসহ পাশ্চাত্যের বহু দেশ তাঁর সেই নীতিকে দৃঢ় হস্তে গ্রহণ করেছে।
উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য ১৯৯৮ সালে অমর্ত্য সেন অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল অর্জন করেন। তিনিই জাতিসংঘের বিভিন্ন দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য মানব উন্নয়ন সূচক আবিষ্কার করেন। প্রথম যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও ন্যাশনাল হিউম্যানিটিস মেডেলে ভূষিত হন অমর্ত্য সেন। গতবছর জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার ঐতিহ্যবাহী শান্তি পুরস্কার পেয়েছিলেন তিনি৷
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment