Header Ads

টলিউডে দক্ষতার সাথে অভিনয় করছেন বেহালার মেয়ে নবাগতা শর্মিষ্ঠা বোলার


অভিনয় করে বড়ো অভিনেতা বা অভিনেত্রী হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন কিন্তু সেই স্বপ্ন কারও সত্যি হয় আবার কারও হয় না। তবে নিজের স্বপ্নপূরণের চেষ্টা চালিয়ে যেতে হবে। কখনো কোনো মুহূর্তে হাল ছেড়ে দিলে হবে না। যেমন বেহালার মেয়ে নবাগতা শর্মিষ্ঠা বোলার নিজের প্রচেষ্টা, জেদ ও আত্মবিশ্বাকে কাজে লাগিয়ে আজকে তিনি একজন অভিনেত্রী। তিনি টলিউডে মডেলিং ও অভিনয় জগতে দক্ষতার সাথে কাজ করছেন। 


ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল শর্মিষ্ঠার। সেই স্বপ্ন সত্যি করতে তিনি অধ্যাবসায় শুরু করেন। তিনি পড়াশোনার সাথে সাথে নাচ শেখেন এবং পরবর্তী কালে কলকাতার এক নামজাদা অভিনয়ের স্কুল থেকে রীতিমতো অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে টলিউড ইন্ডাস্ট্রিতে দাপটের সাথে কাজ করছেন এবং করতে চান।


তিনি শরীরের ফিটনেস নিয়েও যথেষ্ট সচেতন। তিনি প্রতিদিন নিয়ম করে শরীর চর্চা করতে একদমই ভোলেননা। তার বেশ কয়েকটি সিনেমা ও মিউজিক ভিডিও র শুটিং প্রায় কমপ্লিট। এছাড়াও আরো কিছু কাজ বর্তমান পরিস্থিতির জন্য আটকে আছে। খুব শীঘ্রই মুক্তি পাবে সেই কাজ গুলো।

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments