বর্তমান সময়ে আমাদের অশোভনীয় অস্থিরতার গল্প শোনালো 'মানুষ ভালো নেই'
সঙ্গীতের মাধ্যমে বিপ্লব আনার চেতনা। কঠিন সময়ের মাঝেও এক অনবদ্য প্রয়াস৷ গানে গানে মানুষকে জাগিয়ে তোলার আহ্বান৷ মানুষের সুখের দিন ফিরে আসার দীর্ঘ অপেক্ষা। আধমরা জীবন। মাসের পর মাস কেটে যাচ্ছে তবুও শান্তির জীবন মানুষের কপালে জুটছে না। এসবই নানান ভাবনা ধরা পড়লো সদ্য মুক্তিপ্রাপ্ত অনুপম রায়ের নতুন গান 'মানুষ ভালো নেই' তে।
অনুপম রায়ের গান মানেই নিত্যনতুন ভাবনার আবির্ভাব। তাঁর গানে সর্বদা মানুষের কথাই বেশি করে উঠে আসে। তাঁর 'তিন টাকা দিয়ে দিনের শুরু' কিংবা 'মাটির রঙ' অথবা 'পরিচয়' সকল গানই যেন মানবজমিনের জীবন্ত দলিল। দুঃখের সময়ে তাঁর গানগুলোকে কখনো কখনো মনে হয় দুঃখভোলানো টনিক। কী দারুণ সুরেলা মায়া লুকিয়ে থাকে তাঁর গানে।
'মানুষ ভালো নেই' গানের চিত্রপটে আমাদের বর্তমান সময়ের এক অশোভনীয় অস্থিরতাকে আমরা দেখতে পাই। গানের ভিডিওতে একজন অস্থির মানুষের দর্শনের মধ্য দিয়ে মানুষ যে সত্যিই ভালো নেই তারই প্রমাণ দেওয়া হচ্ছে। একজন চাকরিজীবী ভদ্রলোক এই মহামারীর সময়ে ক্রমশ বিরক্ত হয়ে পড়ছেন। নিজেকে তিনি কোথাও স্থির রাখতে পারছেন না। প্রতিদিন বাসে হুড়োহুড়ি করে অফিসে যাওয়া ও বাড়ি ফেরা এবং বাড়ি ফেরার সময় সস্তার মুরগী কিনে তিনি ক্লান্ত হয়ে উঠেছেন। একটু ফাঁকা সময় পেলেই তিনি কার্ল মার্কস পড়ছেন, আবার সেই বইটি পড়তে পড়তে মন্দিরে প্রণাম করে নিজের কাজে বেরিয়ে পড়ছেন। লোক ঠকিয়ে তিনি খাবার কিনে খাচ্ছেন। বাড়িতে ফিরে ঘর্মাক্ত শরীরে তিনি অস্বস্তি অনুভব করছেন। সব মিলিয়ে ভদ্রলোকটি আর পারছেন না একটু ভালোভাবে বাঁচতে।
লকডাউনের মধ্যে অবশ্যই একটা সেরা কাজ হলো 'মানুষ ভালো নেই।' প্রত্যেকটা মানুষের দিন এখন দুশ্চিন্তায় কাটছে। এই দুশ্চিন্তা অনেকাংশে দূর করতে পারে গান৷ মানুষ ভালো না থাকলেও এই গান মানুষকে ভালো রাখারই প্রয়াস।
এই গানের কথা লিখেছেন অনুপম রায় স্বয়ং। গানের নজরকাড়া সুরারোপও তিনিই করেছেন। গানের কিছু অংশে Rap -এরও ব্যবহার হয়েছে। এই Rap অধ্যায়টি লিখেছেন ও গেয়েছেন সিজ্জি। সঙ্গীতায়োজন এবং যন্ত্রানুষঙ্গও করেছেন অনুপম রায়। গানটিতে কোরাস গেয়েছেন শতদল চ্যাটার্জি, সৌরভ চ্যাটার্জি ও তুষার দেবনাথ। গানটিতে গিটার পরিবেশনা করেছেন ঋষভ রায়, বেস গিটার পরিবেশনা করেছেন কৌস্তভ বিশ্বাস ও ড্রাম পরিবেশনা করেছেন সন্দীপন পারিয়াল৷ গানটির ভিডিওটির চিত্রনাট্য, সম্পাদনা, ডিআই, কালার কারেকশন, চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন সৌরদীপ্ত চৌধুরী। গানটিতে অভিনয় করেছেন স্বনামধন্য অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। গানের ভিডিও-র সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন বিশ্বরূপ হাওলাদার। গানের পোস্টার ডিজাইন ও পোস্ট-প্রোডাকশনের দায়িত্ব সামলেছে রকরুলজ স্টুডিও পিকচার্স। গানটির প্রোডাকশন ডিজাইন করেছে ইভেন্টমাস।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment