Header Ads

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং-এ ভারতের মধ্যে দ্বিতীয় স্থান দখল করলো যাদবপুর বিশ্ববিদ্যালয়


আবারো আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করলো যাদবপুর, কলকাতা ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মানের নিরিখে আন্তর্জাতিক ক্রমপর্যায়ে উল্লেখযোগ্য স্থান ছিনিয়ে নিয়েছে বাংলার এই তিনটি নামকরা বিশ্ববিদ্যালয়।  


সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটির র‌্যাঙ্কিং-এ কলকাতা বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে রাজ্য অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যাদবপুর দেশের মধ্যে দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। 

বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে বিশ্বসেরা ২০০০ শিক্ষা কেন্দ্রের মধ্যে ৬৮ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ভারতের৷ গোটা বিশ্বের নিরিখে ১০৩২ তম স্থানে রয়েছে যাদবপুর। ১০৯৭ তম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এরপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্থান কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরেই। 

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালের জুন মাসে দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছিল যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়। আর কলেজের মধ্যে সর্বভারতীয় র‍্যাঙ্কিং-এ প্রথম দশে ছিল কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ এবং বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। যদিও সামগ্রিক বিচারে দেশের প্রথম দশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় বাংলা থেকে একমাত্র ঠাঁই পেয়েছিল খড়্গপুর আইআইটি। সামগ্রিক র‍্যাঙ্কিং-এ খড়্গপুর আইআইটি ছিল পাঁচ নম্বরে।  

লিটারেসি প্যারাডাইস এখন ইউটিউবেও। ভিডিওটি দেখার জন্য এই ছবিটি ক্লিক করুন।

সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটির র‌্যাঙ্কিং-এ বিশ্বসেরা কলেজ ও বিশ্ববিদ্যালয় বাছাইয়ের জন্য যে বিষয়গুলোর ওপর নজর রাখা হয় তা হলো-- পঠনপাঠনের পদ্ধতি৷ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো। শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা যে-সব সংস্থায় চাকরি পান, তার মান। ছাত্র ও শিক্ষকের অনুপাত। পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-শিক্ষিকার সংখ্যা। শিক্ষক-পিছু গবেষণাপত্রের সংখ্যা ও তার মান এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের মান প্রভৃতি। 

যাদবপুর বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সাফল্যের জন্য বেজায় খুশী ঐ দুই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষাকর্মী, অধ্যাপক-অধ্যাপিকা, ছাত্র-ছাত্রী ও গবেষকরা। এই সাফল্য সমগ্র বাংলা তথা বাঙালির সাফল্য। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা

No comments