Header Ads

স্তব্ধ 'আপনার রায়', প্রয়াত বর্ষীয়ান সাংবাদিক অঞ্জন বন্দোপাধ্যায়


২৪ ঘন্টা চ্যানেলের সেই অনুষ্ঠান 'আপনার রায়', এমন কোনো বাঙালি নেই যারা জানেন না এই অনুষ্ঠানটির কথা। সরকার হোক বা বিরোধী সব দলের নেতা-নেত্রীদের বিভিন্ন প্রশ্নবাণে বিদ্ধ করা হতো আপনার রায়ে। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করতেন বিখ্যাত সাংবাদিক অঞ্জন বন্দোপাধ্যায়। এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি তাঁর নির্ভীকতার প্রমাণ দিতেন। 'আপনার রায়' অনুষ্ঠানের মাধ্যমে তিনি দেখিয়েছেন টেলিভিশন সাংবাদিকতা কেমন হওয়া উচিৎ।


আগাগোড়া মেধাবী ছাত্র অঞ্জন বন্দোপাধ্যায় ছিলেন প্রেসিডেন্সির ছাত্র। সেখান থেকেই বাংলা ভাষায় প্রথম বিভাগে তিনি প্রথম হন। স্নাতকোত্তরেও প্রথম বিভাগে প্রথম হয়েছিলেন তিনি৷ ৩৩ বছরের কর্মজীবন শুরু তাঁর আনন্দবাজারে। এরপর কখনও ইটিভি, আকাশ বাংলা, ২৪ ঘন্টা, আনন্দবাজার ডিজিটাল তারপর প্রথমে টিভি নাইন ও ২৪ ঘন্টার এডিটরের দায়িত্ব পালন করেছেন তিনি।  

দীর্ঘদিন ধরে কোভিডে আক্রান্ত হন তিনি৷ সেরে উঠে বেসরকারি হাসপাতাল থেকে বাড়িও ফিরে গিয়েছিলেন৷ কিন্তু দিনকয়েকের মধ্যেই অসুস্থ হয়ে আবারও ভর্তি হতে হয় সেই হাসপাতালে। সেই অসুস্থতা থেকে তাঁকে ফিরিয়ে আনতে পারেননি চিকিৎসকরা। গত রবিবার রাত সাড়ে ৯ টা বেজে ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অঞ্জন বন্দোপাধ্যায়। 

তিনি সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়ের ভাই। মৃত্যুকালে অঞ্জন বন্দোপাধ্যায়ের বয়স হয়েছিল  মাত্র ৫৬ বছর। বর্ষীয়ান জনপ্রিয় এই সাংবাদিকের মৃত্যুতে শোকের ছায়া বাংলা সংবাদমাধ্যমে। স্তম্ভিত সহকর্মীরা। অঞ্জন বন্দোপাধ্যায়ের অকাল প্রয়াণের ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজনীতি, চলচ্চিত্র থেকে ক্রীড়া সব জগতের মানুষ। কেউই বিশ্বাস করে উঠতে পারছেন না যে অঞ্জনবাবু আর নেই।  

দীর্ঘ ৩৩ বছরের সাংবাদিক জীবনের ইতি হলো রবিবার।  আর কোনোদিনই শোনা যাবে না তাঁর সেই কণ্ঠস্বর "নমস্কার আমি অঞ্জন বন্দোপাধ্যায়, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের স্বাগত।" টেলিভিশন খুললেও আপনার রায় নিয়ে তিনি আর আসবেন না কখনো। 

প্রতিবেদন- সুমিত দে


No comments