Header Ads

করোনা তথা সকল সরকারি কাজে ভোগান্তিতে জনসাধারণের পাশে ফেসবুক পেজ 'বাপ কে বলো'


ফেসবুক পেজের মাধ্যমে স্বাস্থ্যসেবায় এগিয়ে এলো কলেজ পড়ুয়ারা। 'বাপ কে বলো' নামের এক ফেসবুক পেজ কোভিড মোকাবিলায় নিচ্ছে একগুচ্ছ উদ্যোগ। কোনো রোগীর অক্সিজেন দরকার পড়লে তাদের অক্সিজেন পৌঁছে দেওয়া, কোনো রোগীর বেডের প্রয়োজন পড়লে তাদের জন্য বেডের ব্যবস্থা করে দেওয়া, কোনো রোগীর ওষুধের প্রয়োজন পড়লে তার পরিমিত জোগানও দিচ্ছেন এই পেজের সদস্যগণ৷ 


'বাপ কে বলো' পেজের প্রতিষ্ঠাতা গবেষক সাগির হুসেন। তিনি জাপানে গবেষণার কাজে কর্মরত। সেখান থেকে বসেই তিনি   বিভিন্ন সরকারি দপ্তরে হয়রানি হওয়া মানুষদের সঠিক পথ দেখিয়ে তাদের সমস্যার সমাধান করে চলেছেন কিছু কলেজ পড়ুয়াদের সঙ্গে নিয়ে।

গভীর রাত কিংবা ভরদুপুর প্রত্যেকটা মুহূর্ত তারা কাজ করে চলেছেন হাতে হাত মিলিয়ে। প্রাণের ভয়কে উপেক্ষা করে তারা এগিয়ে চলেছেন হার না পথিকের মতো। রাজ্য তথা দেশের বিপদে-সংকটে মানুষের পাশে তো এনাদের মতো যুবক-যুবতীরাই এসে দাঁড়ান। কোভিড যুদ্ধে যোদ্ধার বেশে অসম লড়াইতে তারা সামিল। আমরা কেউই জানিনা যুদ্ধ শেষে কী হবে, তবুও হাল ছেড়ে দিলে হবে না। সমাজের প্রতি যে একটা আমাদের দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতাকে নিজেদের কাঁধে এনারা তুলে নিয়েছেন।  

বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যার কথা এই পেজকে জানালে সঙ্গে সঙ্গে তাদের সমস্যার সমাধানে সচেষ্ট হন তারা। সম্প্রতি পেজে একজন ইনবক্স করে জানান যে ওনার মা বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা পজিটিভ হয়ে ভর্তি রয়েছেন। অক্সিজেনের মাত্রা ৬০ থেকে ৬৫ এর মধ্যে ঘোরাফেরা করছে। তার মায়ের একটি ICU বেড দরকার। ইনবক্সটি দেখামাত্রই গোটা দিন ধরে কঠোর পরিশ্রম করে তার মায়ের জন্য একটি ICU বেডের ব্যবস্থা করে দেন এনারা। 

কোভিডের জন্য 'বাপ কে বলো' চালু করেছে ফ্রি টেলিমেডিসিন পরিষেবা। যেখানে তারা ফ্রি অন কল চিকিৎসা পরিষেবা দেওয়ার  জন্য কয়েকজন চিকিৎসকদের একত্র করেছেন। বাড়িতে বসেই পাওয়া যাবে এই পরিষেবা। যেসব রোগী কোভিড আক্রান্ত এবং মাইল্ড সিম্পটমস নিয়ে হোম আইসোলেসনে আছেন তারা এখানে যে-কোনো সময় তাদের পেজে যোগাযোগ করতে পারে। 

এই করোনা কালে লকডাউনের সময় দেশের সর্বত্র পরিযায়ী শ্রমিকরা খাবারের সমস্যার সম্মুখীন হলে সরকারের সঙ্গে যোগস্থাপন করে তাদের কাছে খাবার পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন।

করোনা ছাড়াও সরকারি  বিভিন্ন পরিষেবা যেমন রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, রোড, ইলেকট্রিক, জল জনিত ইত্যাদি নানান পরিষেবার সমস্যার সম্মুখীন হন যেসব সাধারণ মানুষ সেইসব সাধারণ মানুষদের সমস্যা সমাধানের সঠিক রাস্তা দেখিয়ে,উপযুক্ত পরিষেবা পাইয়ে দিতে তৎপর 'বাপ কে বলো' টিম।

প্রতিবেদন- সুমিত দে


No comments