করোনা পরিস্থিতিতে সহনাগরিকদের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগে সামিল বাংলার একঝাঁক তারকা
করোনার পরিস্থিতি যেন কাটতেই চাইছে না। যত দিন যাচ্ছে করোনার আতঙ্ক ততই বাড়ছে। জনজীবন ক্রমশ বিপর্যস্ত হয়ে উঠেছে। চারিদিকে অক্সিজেন সিলিন্ডারের অভাব, দুর্ভিক্ষ সাধারণ মানুষের জীবনে দুর্যোগ ডেকে আনছে। করোনা স্ট্রেনের ভয়াল অত্যাচারে মৃত্যুমিছিল অব্যাহত। এই কঠিন সময়ে প্রতিটি সহনাগরিকদের পাশে দাঁড়ালেন বাংলার একঝাঁক তারকারা।
সমস্ত বিভেদ ভুলে একটা নাগরিক উদ্যোগ হিসেবে বাংলা সংস্কৃতি মঞ্চ ও HEDS একটি ক্ষুদ্র প্রয়াস নিয়েছে। এই দুই গোষ্ঠী তাদের সাধ্যমতো ওষুধ, অক্সিজেন ও বাকী প্রয়োজনীয় জিনিস অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে চলেছে। তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা বাঁচিয়ে তুলতে পারে কিছু মানুষের জীবন। করোনাময় এই দুঃসময়ে এই উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় একটি উদ্যোগ হতে চলেছে।
পরমব্রত চট্টোপাধ্যায়, তন্ময় ঘোষ, অনুপম রায় ও পিয়া চক্রবর্তীর মতো চার তারকা জড়িত রয়েছেন এই উদ্যোগের সাথে। তাঁরা তাদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তাঁরা নিজেরাই নিজ নিজ সামর্থ্যে অক্সিজেন ও ওষুধ সংগ্রহ করছেন। আগামী ৩রা মে তাঁরা শুরু করবেন এই উক্ত প্রয়াসটি। এই প্রয়াস অত্যন্ত মানবিক একটি প্রয়াস৷ প্রতিটি সচেতন নাগরিকদের উচিৎ এই উদ্যোগকে সাধুবাদ জানানো। এমন মানবিক উদ্যোগগুলো সফল হলে এই বাংলার বুকে গড়ে উঠবে এক নতুন সবুজ পৃথিবী।
প্রতিবেদন-সুমিত দে
Post a Comment