বাংলাতেও সম্ভব বিজ্ঞানচর্চা প্রমাণ করেছিলেন মহান বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু
আজ ১ লা জানুয়ারি। এক মহান বাঙালির জন্মদিন, বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু যিনি শুধুমাত্র নেটিভ হবার জন্য হয়তো নোবেল পাননি, এতে করে সত্যেন্দ্রনাথ বসুর কোনো ক্ষতি হয়নি, ওনার মাধ্যমে উপকৃত হয়েছে বিজ্ঞান।
১৯২৪ খ্রিস্টাব্দের এক দিন, বর্তমান বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা কোয়ান্টাম মেকানিক্স এর ক্লাস নিচ্ছেন। তার আগে আরেক বিজ্ঞানী প্ল্যাঙ্ক এর তৈরি করা গাণিতিক সূত্র ধরে তাপগতিবিদ্যাতে বিশ্ববরেণ্য বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এক সূত্র আবিষ্কার করেছিলেন। ঐ জায়গাটা পড়াতে গিয়ে উনি প্ল্যাঙ্ক এর দেখানো নিয়মে অঙ্ক না করে গণিতের নিজস্ব নিয়মে অঙ্ক কষতে থাকলেন। ফলাফল হিসেবে আইনস্টাইন এর সূত্রের সঙ্গে ওনার উত্তর মিললো না। অর্থাৎ আইনস্টাইন ভুল করেছেন, এটা ধরা দিলো সত্যেন্দ্রনাথ বসুর চোখে। কিন্তু বাস্তবে তো কেউই মানতে চান না, আইনস্টাইন এর মতো লোক কোনো ভুল করেছেন। বিভিন্ন ইংরেজি জার্নাল ও ব্রিটিশ বিজ্ঞানী দের কাছে গবেষণাপত্র পাঠালেও ওনারা নেটিভ এর আবিষ্কৃত এই জিনিসকে কোনো গুরুত্বই দেননি। কিন্তু তাতেও দমে না গিয়ে সত্যেন্দ্রনাথ বসু গবেষণাপত্র সোজাসুজি পাঠিয়ে দিলেন আলবার্ট আইনস্টাইন কে।
আইনস্টাইন বুঝতে পারলেন ওনার ভুল, তৈরি হলো নতুন সূত্র, তাপগতিবদ্যাতে সত্যেন্দ্রনাথ বসুর সংশোধন করা ও নতুন পথ দেখানো এই সূত্রকে আইনস্টাইন অভিহিত করলেন বোস-আইনস্টাইন স্ট্যাটিসটিক্স (Bose-Einstein Statistics) নামে আর গ্যাসের যে কণাগুলি এই স্ট্যাটিসটিক্স মেনে চলে তাদের নাম দিলেন বোসন। অর্থাৎ সবকিছুতে জুড়ে থাকলো এক বাঙালি র নাম, সত্যেন্দ্রনাথ বসুর নাম। তৈরি হলো আধুনিক পদার্থবিজ্ঞানের এক নতুন যুগ, আজকের হাই এনার্জি ফিজিক্স পুরোপুরি দাঁড়িয়ে এর ওপর, এতো এতো গবেষণা সবকিছুই ঐ সূত্র ধরেই। কিন্তু না এতো কিছুর পরেও সত্যেন্দ্রনাথ বসু নোবেল পুরস্কার পাননি, এতে করে প্রমাণ হয় শুধুমাত্র নোবেল কোনো শ্রেষ্ঠত্বের মাপকাঠি হতে পারে না। আর বিজ্ঞান কে সমাজের সব সারিতে পৌঁছে দেওয়ার জন্য তিনি কাজ করেছেন অপরিসীম। এই সম্পর্কে তিনি জোর দিয়েছেন মাতৃভাষায় বিজ্ঞানচর্চা তে। এই নিয়ে তাঁর বিখ্যাত উক্তি, "যারা বলেন বাংলায় বিজ্ঞানচর্চা হয় না, হয় তারা হয় বাংলা জানেন না নয়তো বিজ্ঞান বোঝেন না।"
প্রতিবেদন- কুমারজিৎ মাইতি
Post a Comment