দুঃস্থদের জন্য বিনামূল্যে খাবার ও চিকিৎসার জন্য বিশেষ প্রকল্পের সূচনা করলো 'চতুরঙ্গ'
সীমান্তের কাঁটাতারে স্বপ্নের ফেরিওয়ালা 'চতুরঙ্গ'। মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকা রাণীনগরে অনুষ্ঠিত হলো এক মানবিক উদ্যোগের। রাণীনগর থানার অন্তর্গত শেখ পাড়াতে ১ লা জানুয়ারি শুভ সূচনা হলো বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং দুঃস্থ মানুষদের খাবারের ব্যবস্থার জন্য বিশেষ একটি প্রকল্পের।
বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের জন্য আন্তরিক ভাবে সহযোগিতা করছে জলঙ্গি সিমরান হেলথ অ্যাওয়ারনেস সোসাইটি। যেখানে প্রতি মাসে একবার করে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে। আর দুঃস্থ মানুষদের জন্য যে প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে একদিন এর জন্য নয়, প্রতিদিনের জন্য দুঃস্থ মানুষদের খাবারের ব্যবস্থা থাকবে।
সমগ্র বিষয়টির পরিকল্পনা করেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় শ্রী রবীন্দ্রনাথ বিশ্বাস এবং রানীনগর হাসপাতালের চিকিৎসক শাহনাওয়াজ কবির।
২০১৫ সাল থেকেই 'চতুরঙ্গ' বিভিন্ন সামাজিক কাজ ও মানবিক উন্নয়নের জন্য একনাগাড়ে কাজ করছে। যে গুলির মধ্যে উল্লেখযোগ্য প্রয়োজনে রক্তের দাতা পাঠানো, বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং এবং বিভিন্ন সামাজিক কার্যকলাপ। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর চতুরঙ্গের কোচিং সেন্টার এর প্রতিষ্ঠাতা মাননীয় সমিত তালুকদারের প্রশিক্ষণে ২২ জন যুবক পুলিশ কনস্টেবলের চাকরি পেয়েছেন।
পাহাড় থেকে মোহনা এভাবেই বাংলার নানান সোসাইটি ও ফাউন্ডেশনগুলো বর্তমানে সামাজিক ও মানবিক উন্নয়নের জন্য দারুণভাবে ঝাপিয়ে পড়ছে। এদের প্রাণ দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। কারণ এই কাজগুলোই একটা রাজ্যের জন্য আলাদা বার্তা বহন কর থাকে। তার থেকেও বড় কথা এই কাজগুলো হলো মানবিকতার এক সুবিশাল অঙ্গ।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment