Header Ads

বইপোকাদের তীর্থক্ষেত্র কলকাতার অক্সফোর্ড বুকস্টোর পা রাখলো শতবর্ষে


কলকাতার প্রাণকেন্দ্র কলেজস্ট্রিট যেমন বইপোকাদের প্রিয় জায়গা তেমনই আরেকটি প্রিয় জায়গা হলো পার্কস্ট্রিটের ঐতিহ্যবাহী বইয়ের দোকান অক্সফোর্ড বুকস্টোর। রাজকীয় সাজসজ্জা বিশিষ্ট এই বুকহাউসে আছে বঙ্গীয় সংস্কৃতির সঙ্গে পাশ্চাত্যের ছোঁয়া। ইউরোপে প্রধানত যে ধরণের বুকস্টোর লক্ষ্য করা যায় ঠিক সেই আদলেই গড়ে তোলা হয় অক্সফোর্ড বুকস্টোরকে। এখানে প্রবেশ করলে মনে হবে আপনি পৌঁছে গিয়েছেন ব্রিটেনের কোনো এক বুকস্টোরে।
 

অক্সফোর্ড বুকস্টোর চলতি বছরে এক শতাব্দী অতিক্রম করলো। ১৯২১ সালে কলকাতার ১৭, পার্কস্ট্রিটে প্রতিষ্ঠিত হয় অক্সফোর্ড বুকস্টোর। যা বর্তমানে বইপ্রেমীদের এক মহা তীর্থক্ষেত্র। অক্সফোর্ড বুকস্টোরের শরীরের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের নানারকম জানা-অজানা অধ্যায়। কত স্মৃতি, কত গল্প জড়িয়ে আছে এই প্রতিষ্ঠানের সাথে। শোনা যায়, ৭১ এর নকশাল আন্দোলনের মিটিং পয়েন্ট হিসেবে ব্যবহার করা হতো এই বইয়ের দোকানকে। 

অক্সফোর্ড বুকস্টোরের বড়ো বড়ো আলমারি ও শোকেশে সাজানো আছে দেশ-বিদেশের হরেক রকমের বইপত্র। এমন কোনো বই নেই যা এখানে পাওয়া যায় না। আশ্চর্য থেকে আশ্চর্যকর বই বলুন বা রোমাঞ্চ থেকে রোমাঞ্চকর বই কিংবা আদি থেকে নব্য বই সব বইয়েরই বইমহল হলো অক্সফোর্ড বুকস্টোর। বিংশ শতকের ব্রিটিশ ও অনেক ভারতীয় ব্যক্তিত্বদের স্মৃতিকথায় অক্সফোর্ড বুকস্টোরের নানান উল্লেখ আছে। 

দোকানের ভেতরে কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই চোখে পড়বে চায়ের ঠেক, ক্যাফে ও নান্দনিক মিটিং হল। চা-কফি পান করতে করতে এখানে বই কেনাকাটা এবং বই পড়ার এক অনাবিল সুখ আছে। 

অক্সফোর্ড বুকস্টোর প্রতি বছর দেশের অন্যতম বড়ো বড়ো সাহিত্য উৎসবের আয়োজন করে থাকে যেমন এপিজে কলকাতা লিটেরারি ফেস্টিভ্যাল ও এপিজে সাহিত্য উৎসব প্রভৃতি। অক্সফোর্ড বুকস্টোরের মতো প্রতিষ্ঠানগুলো কলকাতায় আছে বলেই দেশ-বিদেশের বহু পর্যটক কলকাতায় এসে ভিড় জমান৷ 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments