অভিশপ্ত ২০২০ এর সেরা দশটি বাংলা ছবি
২০২০ সালে মুক্তি পেয়েছে একগুচ্ছ বাংলা ছবি। কিন্তু করোনার জন্য আটকে গেছে বহু ছবির মুক্তিও। এই দুঃসময়ে যে কটা বাংলা ছবি মুক্তি পেয়েছে, তার মধ্যে থেকে সেরা দশটি ছবি আমরা বাছাই করেছি৷ চলুন আমাদের বিচারে সেরা দশটি ছবির তালিকায় চোখ রাখা যাক।
১. ব্রহ্মা জানেন গোপন কম্মটি- পরিচালক অরিত্র মুখার্জির প্রথম ছবি ব্রহ্মা জানেন গোপন কম্মটি। সমাজের নানান অন্ধবিশ্বাসের বিরুদ্ধে এক মহিলার লড়াইকে তুলে ধরা হয়েছে এই ছবিতে। ঋতাভরী চক্রবর্তী অভিনীত সপরিবারে দেখার মতো ছবি হলো 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি।'
২. ড্রাকুলা স্যার- পরিচালক দেবালয় ভট্টাচার্যের এক অনবদ্য ছবি হলো 'ড্রাকুলা স্যার'। মৃত্যু উপত্যকার এক শিক্ষকের ক্রমশ ড্রাকুলা হয়ে উঠে স্বাভাবিক জীবনে ফেরার গল্প এ ছবির চিত্রনাট্যে উঠে এসেছে। এ ছবিতে অনির্বাণ ভট্টাচার্যের নজরকাড়া অভিনয় মুগ্ধ করেছে সিনেপ্রেমী মানুষদের।
৩. ব্রহ্মদৈত্য- পরিচালক অভিরূপ ঘোষের ছবি 'ব্রহ্মদৈত্য'। এটি একটি হরর ফিল্ম। বাংলাতে এই ধরণের হরর ছবি খুব একটা হয়নি বললেই চলে। গা ছমছমে শিহরণ জাগানো ছবি হলো 'ব্রহ্মদৈত্য।' বাংলার লোকগাঁথার এক অশরীরী চরিত্রকে তিনি ফিরিয়ে এনেছেন এ ছবির সূত্রে। সাসপেন্স, হরর ও থ্রিল সব মিলিয়ে পরিচালক এ ছবিতে একটা ডার্ক স্টোরি কভার করার চেষ্টা করেছেন৷ লকডাউনের জন্য ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে রিলিজ হয়। এ ছবিও অত্যন্ত মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের।
৪. দুধপিঠের গাছ- নদীয়ার আড়ংঘাটা গ্রামে চাঁদা তুলে নির্মিত হয় এই ছবি। এই গ্রামের ৯৩০ টি পরিবার ও পায়েল ভট্টাচার্যের প্রযোজনায় নির্মিত হয়েছে এই ছবি। 'দুধপিঠের গাছ' ছবিটি পরিচালনা করেছেন পরিচালক উজ্জল বসু। শিশুমন, শিশুর খেলার জগৎ ও কল্পনাকে এ ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। বাংলা ছবির ইতিহাসে মাইলস্টোন সৃষ্টি করেছে এই ছবি।
৫. রক্ত রহস্য- পরিচালক সৌকর্য ঘোষালের দ্বিতীয় ছবি 'রক্ত রহস্য'। রহস্য রোমাঞ্চ ও সাসপেন্সে ভরা অসাধারণ ছবি হলো 'রক্ত রহস্য।' কোয়েল মল্লিক অভিনীত এই ছবিও মুগ্ধ করেছে দর্শকদের। মিতিন মাসির পর আবারো এক পৃথক চরিত্রে কোয়েলকে দেখা গেছে এ ছবির মাধ্যমে।
৬. অসুর- পরিচালক পাভেলের ছবি 'অসুর'। কিগান মান্ডি নামের আদিবাসী শিল্পীর শিল্পসত্ত্বাকে বাঁচিয়ে রাখার লড়াই এ ছবির মূল প্রতিপাদ্য বিষয়। আবির, জিৎ ও নুসরতকে একই ফ্রেমে প্রথমবার দেখা গেছে এ ছবির মাধ্যমে। ২০২০ এর প্রথম মাসেই মুক্তি পেয়েছে এই ছবি৷ প্রতিটি দর্শকের মন ছুঁয়ে গেছে এই ছবি।
৭. দিনরাত্রির গল্প- প্রসেনজিৎ চৌধুরী পরিচালিত বাংলার প্রথম স্পেস ফিল্ম হলো 'দিনরাত্রির গল্প'। অল্প বাজেটে এক নজরকাড়া ছবি তৈরি বাংলা ছবির ইন্ডাস্ট্রির ভীত শক্ত করেছে এই ছবি। সম্পূর্ণ ভিন্ন ভাবনাতে তৈরি হয়েছে এই ছবি। সাসপেন্স ও রহস্য-রোমাঞ্চে ভরপুর এক জমজমাট ছবি হলো 'দিনরাত্রির গল্প।' এ ছবিটি সংখ্যায় খুব একটা বেশি হল না পেলেও লোকে ভিড় করে এ ছবি দেখতে আসেন। লোকমুখে ঘুরতে থাকে ছবির প্রশাংসার জোয়ার। বাংলা ছবির নবজাগরণ ঘটানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা রয়েছে এ ছবিটির।
৮. নিরন্তর- পরিচালক চন্দ্রাশিস রায়ের প্রথম ছবি 'নিরন্তর'। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত এ ছবিতে উঠে এসেছে দু'জোড়া দম্পতির বিষাদময় গল্পকথা। সাজানো চিত্রনাট্য, মোলায়েম ক্যামেরার কাজ, আবহসঙ্গীত, দৃশ্য নির্ধারণ, লোকেশন নির্বাচন ছবিকে আন্তর্জাতিকতার ছাপ দিয়েছে। এই ছবিটিই হলো বাংলার প্রথম ছবি যে ছবি হলে না রিলিজ করে সর্বপ্রথম টেলিভিশনে রিলিজ করে।
৯. বরুণবাবুর বন্ধু- পরিচালক অনীক দত্তের ছবি 'বরুণবাবুর বন্ধু'। ঔপন্যাসিক রমাপদ চৌধুরীর লেখা গল্প 'ছাদ' অবলম্বনে নির্মিত হয় এই ছবি৷ সৌমিত্র চট্টোপাধ্যায় ও পরাণ বন্দোপাধ্যায় অভিনীত এক পারিবারিক ছবি হলো 'বরুণবাবুর বন্ধু'।
১০. দ্বিতীয় পুরুষ- পরিচালক সৃজিৎ মুখার্জির ছবি 'দ্বিতীয় পুরুষ'। এটি একটি সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলারধর্মী ফিল্ম৷ পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন ও অনির্বাণ ভট্টাচার্যের অদ্ভুত রসায়ন তৈরি হয় এ ছবিতে। 'মালিককে গিয়ে বল খোকা এসেছে' এই ডায়ালগটি এ ছবিতে বেশ জনপ্রিয়তা লাভ করে। ছবির গল্পে দেখা যায় ২৫ বছর আগের মতো করে শহরে তিনটি খুন হয়। সন্দেহ করা হচ্ছে এই খুনগুলো 'খোকা' নামের এক সিরিয়াল কিলার করছে। তাকে পুলিশ তন্য তন্য করে খু্ঁজছে। চলচ্চিত্র সমালোচকদের কাছে অত্যন্ত প্রশাংসা অর্জন করে এই ছবি।
সেরা দশটি ছবি হিসেবে আমরা যে ছবিগুলো বেছে নিয়েছি। সেইগুলো কোনো ক্রমানুসারে সাজানো হয়নি কারণ কোনো ছবিকে ক্রমানুসারে সাজানো যায়না। প্রত্যেক ছবিরই রকমারি দিক থাকে।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment