Header Ads

যে সকল বাংলা সিনেমার শ্যুটিং হয়েছে ঝাড়গ্রামে


গভীর জঙ্গল, খরস্রোতা নদী, ঐতিহাসিক স্থাপত্য ও সাংস্কৃতিক পীঠস্থান সবেরই মেলবন্ধনে তৈরি এক অনন্য স্থান হলো ঝাড়গ্রাম। বহু বাংলা ছবির পর্দায় ভেসে উঠেছে ঝাড়গ্রাম। আপনারা কী জানেন কোন কোন বাংলা ছবি ঝাড়গ্রামে শ্যুটিং হয়েছে? আসুন জেনে নেওয়া যাক। সিনেমায় ঝাড়গ্রাম যেন আলাদা মাত্রা পেয়েছে। গোটাকয়েক জনপ্রিয় বাংলা ছবির শ্যুটিং হয়েছে ঝাড়গ্রামে। চলচ্চিত্রকে কেন্দ্র করে ঝাড়গ্রামে গড়ে উঠেছে ফিল্ম ট্যুরিজম। 


আজ থেকে ৬১ বছর আগে অর্থাৎ ১৯৫৯ সালে মহানায়ক উত্তম কুমার অভিনীত ও বিকাশ রায় পরিচালিত 'মরুতীর্থ হিংলাজ' ছবির শ্যুটিং হয় ঝাড়গ্রামে। এটিই হলো প্রথম বাংলা ছবি যার শ্যুটিং হয়েছিল ঝাড়গ্রামে। ছবির একটি গুরুত্বপূর্ণ অংশের শ্যুটিং হয় ঝাড়গ্রামের ওদলচুয়ার কেটকি ঝর্ণা এলাকায়।  এরপর ১৯৭৫ সালে উত্তম কুমার ও পরিচালক পীযূষ বোস পরিচালিত জনপ্রিয় বাংলা ছবি 'সন্ন্যাসী রাজা'র শ্যুটিং হয় ঝাড়গ্রামে। এই ছবিতে সূর্যকিশোর নাগচৌধুরীর প্রাসাদ হিসেবে ঝাড়গ্রাম রাজবাড়িকে বেছে নেওয়া হয়েছিল। ঐ একই বছরে পীযূষ বোস পরিচালিত ও উত্তম কুমার অভিনীত 'বাঘ বন্দি খেলা'র শ্যুটিংও হয় ঝাড়গ্রামে। এই ছবির প্রধান চরিত্র ভবেশ বাড়ুজ্জের বাড়ি হিসেবে ঝাড়গ্রাম রাজবাড়িকে বেছে নেওয়া হয়। 

১৯৭৭ সালে পীযূষ বোস পরিচালিত ও উত্তম কুমার অভিনীত 'রাজবংশ' ছবির শ্যুটিংও হয় ঝাড়গ্রামে। এ ছবিতেও দৃশ্য নির্ধারণের জন্য  ঝাড়গ্রাম রাজবাড়িকে বেছে নেওয়া হয়। একই বছরে পরিচালক অমল দত্তের ছবি 'বেহুলা লখীন্দরে'র চাঁদ সওদাগরের প্রাসাদ হিসেবে ঝাড়গ্রাম রাজপ্রাসাদকে বেছে নেওয়া হয়। এর একবছর পর ১৯৭৮ সালে উমানাথ ভট্টাচার্য পরিচালিত ও চিন্ময় রায় অভিনীত টেনিদা সিরিজের ছবি 'চারমূর্তি'ও এখানে শ্যুটিং হয়। যার বেশিরভাগ অংশ শ্যুট হয় বেলপাহাড়ির কাকড়াঝোড়ের জঙ্গল ও বন বাঙলোতে।

'চারমূর্তি' মুক্তির তিন দশক পর ২০০২  সালে দুলাল ভৌমিকের ছবি 'জনম জনমের সাথী' ছবির শ্যুটিং হয় পুরো ঝাড়গ্রামে। ২০০৩ সালে দুলাল ভৌমিক পরিচালিত ও জিৎ অভিনীত 'আমার মায়ের শপথ' ছবির সিংহভাগ শ্যুট করা হয় ঝাড়গ্রামে। তারপর দীর্ঘ চার বছর পর ২০০৮ সালে সন্দীপ রায়ের হাত ধরে আবারো বাংলা ছবির শ্যুটিং শুরু হলো ঝাড়গ্রামে। সন্দীপ রায় পরিচালিত 'টিনটোরেটোর যীশু' ছবিতে আস্ত রাজপ্রাসাদকে নিয়োগী বাড়ি হিসেবে দেখানো হয়েছিল৷ এ ছবির মাধ্যমে ফেলুদার সাথে ঝাড়গ্রাম যেন মিলেমিশে একাকার হয়ে যায়।  

২০০৯ সালে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ও পরমব্রত-স্বস্তিকা অভিনীত 'ব্রেকফেল' ছবির দৃশ্য নির্ধারণ হয় ঝাড়গ্রাম রাজপ্রাসাদে। এরপর ২০১৪ সালে সন্দীপ রায় পরিচালিত 'বাদশাহী আংটি'র শেষ দৃশ্যটির শ্যুটিং হয় ঝাড়গ্রামের কলাবনির জঙ্গলে। একই বছরে সুজিত মণ্ডল পরিচালিত ও কোয়েল অভিনীত 'অরুন্ধতী' ছবির শ্যুটিংও এখানে হয়। ২০১৭ সালে অনীক দত্ত পরিচালিত 'মেঘনাদ বধ রহস্য' ছবির শ্যুটিংও হয় ঝাড়গ্রামে। গত বছর ধ্রুব বন্দোপাধ্যায় পরিচালিত ও আবির অভিনীত 'দুর্গেশগড়ের গুপ্তধন' এ দেখা গিয়েছে ঝাড়গ্রামের মল্লদেব রাজপ্রাসাদ সহ ঝাড়গ্রামের বিভিন্ন এলাকা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি নেহাল দত্ত পরিচালিত 'আরও এক ছদ্মবেশী' ছবির শ্যুটিং হয়েছে ঝাড়গ্রামের শুশনিগেড়িয়ার জঙ্গলে গত বছর নভেম্বরে।  ভবিষ্যতে হয়তো আরো অনেক ছবির শ্যুটিং হবে ঝাড়গ্রামে। 

প্রতিবেদন- সুমিত দে

No comments