Header Ads

সর্বভারতীয় বিজ্ঞান প্রতিযোগিতায় সেরার শিরোপা অর্জন চুঁচুড়ার অভিজ্ঞানের


ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে প্রথম হয়েছে হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র চুঁচুড়ার নারকেল বাগানের অভিজ্ঞানকিশোর দাস। 


দেশের বিভিন্ন প্রান্তের যে-কোনো মানুষ অংশ নিতে পারে এই প্রতিযোগিতায়। এখানে বয়সের কোনো সীমা নেই। নিজের বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট বানিয়ে তার প্রেজেন্টেশন করা হলো এই প্রতিযোগিতার বিষয়৷ দেশের অংশগ্রহণকারী সকল প্রতিযোগিকে পিছনে ফেলে দ্বিতীয়বারের জন্য প্রথম স্থান দখল করে নিয়েছে অভিজ্ঞান। স্বাভাবিক ভাবেই বাড়ির ছেলের কৃতিত্বে উচ্ছ্বসিত তার গোটা পরিবার।

গত বছর অভিজ্ঞান এই প্রতিযোগিতার জন্য দিল্লিতে দূষণের মাত্রা অত্যধিক বেড়ে যাওয়ার দূষণ সৃষ্টিকারী যান নিয়ন্ত্রণে একটি যন্ত্র বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল। আর এবছর 'টাচ ফ্রি হ্যান্ড স্যানিটাইজার পোর্টেবল' বানিয়ে সেরার শিরোপা অর্জন করেছে সে। অভিজ্ঞান বর্তমানে অষ্টম শ্রেণির ছাত্র। এতো কম বয়সে এতো কিছু আবিষ্কার করা মোটেও সহজসাধ্য ব্যাপার নয়। অভিজ্ঞান প্রধানত সমসাময়িক বিষয় নিয়েই গবেষণা করতে বেশি পছন্দ করে।  

করোনা পরিস্থিতির জন্য এবছর ভার্চুয়াল ভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার বানানো এই 'টাচ ফ্রি হ্যান্ড স্যানিটাইজার' এর দামও খুব কম৷ মহামারীর দুর্দিনে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের কথা মাথায় রেখেই সে এটি বানিয়েছে। তার এই অসাধারণ কনসেপ্ট বিচারকদের দ্বারা প্রবলভাবে  প্রশংসিত হয়। ছয়জন বিজ্ঞানীর সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলীর বিচারে সে প্রথম হয়েছে।  

অভিজ্ঞানকিশোর দাস একজন সম্ভাবনাময় ছাত্র। তার স্বপ্ন একজন বড়ো বিজ্ঞানী হওয়া। সেই লক্ষ্যপূরণ করার জন্য দারুণ ভাবে এগিয়ে চলেছে সে। তার বাবারও স্বপ্ন ছেলে মানুষের জন্য বেশি বেশি করে কাজ করুক। অভিজ্ঞান মানুষের উপকার করতে গিয়ে সফল হলে তার জীবনও স্বার্থক হবে। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments