Header Ads

গাজীপুর সীমান্তে আন্দোলনরত এক কৃষক পড়ছেন রবি ঠাকুরের 'গোরা'


সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন  'গোরা' উপন্যাস। বাংলা তথা ভারতবর্ষের মানসলোকে প্রতীক চরিত্র হলো 'গোরা'। জাতীয়তাবোধের বিকাশে বহু উপন্যাসের মধ্যে গোরা উপন্যাসটি বিশিষ্টতার দাবি রাখে। জাতিভেদ, বর্ণবৈষম্য, অভাব ও দারিদ্র্যের সমাধানের ইঙ্গিত এই উপন্যাসের মাধ্যমে রবীন্দ্রনাথ দিয়েছিলেন। পুরো উপন্যাস জুড়ে লুকিয়ে রয়েছে অসাম্প্রদায়িকতার বাণী। এটি রাজনীতি ও ধর্ম নিয়ে দার্শনিক বিতর্কে সমৃদ্ধ উপন্যাস।  


১৯১০ সালে রচিত গোরা উপন্যাসটি পরাধীন ভারতবর্ষে আলোড়ন সৃষ্টি করেছিল। গোরা চরিত্রটির মধ্য দিয়ে বাংলার দামাল ছেলেরা নিজেদের আমিত্ব আবিষ্কার করতে পেরেছিল। গোরা দেখিয়ে দিয়েছিল কিভাবে সকল ধর্মমতের ওপর দাঁড়িয়ে মানুষকে মানুষ বলে গণ্য করতে হয়। সেই সময়ের বহু পত্রপত্রিকার বিচারে গোরা শতাব্দীর সেরা বাংলা উপন্যাস।

বিশ্বকবির উপন্যাসের গুরুত্ব শুধু বাঙালিই নয়, অন্যান্য জাতিরাও কম-বেশি বোঝেন। রবি ঠাকুরের লেখনী এতোটাই শক্তিশালী ছিল যে অন্যান্য জাতির অনেক মানুষ তাঁর লেখনী পড়ার জন্য বাংলা ভাষা শিখেছেন। আবার অনেক অবাঙালি অনুবাদ সাহিত্যের মধ্য দিয়েও রবীন্দ্রনাথকে অনুভব করে থাকেন। 

বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে দেশজুড়ে ফরমান জারি হচ্ছে। ভারত ও বাংলাদেশ দুই দেশেই আজকে বিতর্ক উঠছে রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত প্রেস ক্লাব বন্ধ করে দেওয়া হলো। বহুকাল আগেই চুরি গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার। বিশ্বভারতীর মাটি আজকে রাজনৈতিক চক্রান্তে লাঞ্ছিত, অবহেলিত। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানকে আজকে ধূলোতে মিশিয়ে দেওয়া হচ্ছে। 

বর্তমানে দেশজুড়ে কৃষক বিদ্রোহ চলছে। দেশের সকল রাজ্যের চাষীরা ফসলের ন্যায্য দাম ও চাষের ফসলের কর্পোরটকরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করছে। বঙ্গ থেকে পাঞ্জাব, মারাঠা প্রায় সকলেই সামিল এই বিদ্রোহে। দিল্লিতে ঘাঁটি বিছিয়ে চাষীরা আন্দোলনরত অবস্থায় দিন কাটাচ্ছে। চাষীদের আন্দোলন থেকে কিছু ব্যতিক্রমী চিত্রও চোখে পড়ছে। কৃষক বিদ্রোহের একটি ছবি গণমাধ্যমে প্রচুর মানুষের পোস্টে ঘুরপাক খাচ্ছে কদিন ধরে তা হলো এক পাঞ্জাবী চাষী রবীন্দ্রনাথ ঠাকুরের 'গোরা' উপন্যাস মন দিয়ে পড়ে সময় কাটাচ্ছেন। 

যে-কোনো আন্দোলন বা বিদ্রোহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনী শক্তিবৃদ্ধি করতে সাহায্য করে। আর 'গোরা' উপন্যাস বর্তমান সময়ের নিরিখেও উপযুক্ত উপন্যাস। গাজীপুর সীমান্তে এক পাঞ্জাবি চাষী এই উপন্যাস পড়ে প্রাণভরে রবীন্দ্র চেতনাকে নিঙড়ে নিচ্ছেন কৃষক বিদ্রোহে একটু শক্তি সঞ্চয় করবার জন্য। দেশের ভয়াবহ পরিস্থিতিতে এভাবেই কবিগুরু আজীবন আমাদের বাঁচার পথ দেখাক। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা


No comments