Header Ads

বিদ্যুৎহীন সুইচ বোর্ড বানিয়ে চমক রায়গঞ্জের এক যুবকের


পশ্চিমবঙ্গের পাহাড় থেকে মোহনা সব জায়গার নামীদামী কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বিজ্ঞানের অগ্রগতির জন্য কাজ করে চলেছে। এই তো কদিন আগেই ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে 'টাচ ফ্রি হ্যান্ড স্যানিটাইজার' বানিয়ে প্রথম স্থান অধিকার করে নিয়েছে চুঁচুড়ার অভিজ্ঞানকিশোর দাস। বাংলার ছেলে অভিজ্ঞানের সাফল্যের পর আবারো এলো সুখবর। 


বাড়িতে ভেজা হাতে সুইচ টিপলে হাতে শক লাগে। ভেজা কাপড়ে সুইচ বোর্ড পরিস্কার করার পর তাতে হাত রাখলে শক লাগে। আবার বর্ষাকালে স্যাঁতসেঁতে আবহাওয়ায় ইলেকট্রিক সুইচ বোর্ডে হাত রাখলেও শক লাগে। এই সমস্যার মুশকিলআসান উপায় বের করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অশিক্ষক কর্মচারী বাপ্পা রায়। তিনি বানিয়ে ফেলেছেন বিদ্যুৎহীন সুইচ বোর্ড। 

বাপ্পা রায়ের তৈরি এই বিদ্যুৎহীন সুইচ বোর্ডে রয়েছে এক অত্যাধুনিক ডিভাইস। যা ব্যবহার করলে সুইচ বোর্ডে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। তবুও লাইট, পাখা সবকিছুই স্বাভাবিক ভাবে জ্বলবে। এই ডিভাইস বানানোর জন্য তিনি ব্যবহার করেছেন মসফেট, ট্রানজিস্টার সহ নানান বৈদ্যুতিক সরঞ্জাম। 

তিনি বিদ্যুৎ সংরক্ষণের জন্য সোলার সেল দিয়ে আরেকটি অভিনব ডিভাইস তৈরি করেছেন। এই ডিভাইস ব্যবহারে ইলেকট্রিক খরচ অনেকটাই হ্রাস করা যাবে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, তিনি প্রায়ই এমন কিছু না কিছু বানাতেই থাকেন। তিনি এর আগে বৈদ্যুতিক জুতো, অটো-স্যানিটাইজার মেশিন সহ বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস বানিয়েছেন। বাপ্পা রায়ের এই আবিষ্কার সত্যিই অভাবনীয়।

প্রতিবেদন- সুমিত দে


No comments