Header Ads

মার্কিন মুলুকের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালটে রাখা হলো বাংলা ভাষা


ভারতের বুকে যখন হিন্দি সাম্রাজ্যবাদ প্রবলভাবে নাড়া দিয়ে বাংলা ভাষাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সেখানে মার্কিন মুলুকের বিভিন্ন জায়গাতে নির্বাচনের ব্যালটে রাখা হলো বাংলা ভাষা। বিশ্বব্যাপী বাঙালির কাছে যা আনন্দের বার্তা বহন করে। আমেরিকার মতো পাশ্চাত্য দেশগুলোতে বাংলা ভাষা যে অধিকতর গুরুত্ব পাচ্ছে সেটাই দেখার মতো বিষয়। 


নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, বাফেলো, ফ্লোরিডার মতো আমেরিকার বেশ কয়েকটি রাজ্যের নির্বাচনের ব্যালটে বাংলা ভাষা রাখা হয়েছে। আমেরিকার মধ্যে লস অ্যাঞ্জেলস ও বাফেলো হলো একমাত্র রাজ্য যেখানে নির্বাচনে বাঙালি জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমেরিকাতে বসবাসকারী সকল বাঙালি নাগরিকদের কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এই প্রথমবার আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বাংলায় মুদ্রিত ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেলেন সেখানকার বাঙালিরা। এতে খুশী হয়েছেন দুই বাংলার সকল মানুষ। দেশটিতে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষা প্রয়োজনীয় ভাষা হিসেবে স্থান পাচ্ছে। শুধু বাংলা বা ইংরেজি নয়, দেশ-বিদেশের বহু ভাষা স্থান পেয়েছে ব্যালট পেপারে৷ ভোটারদের হাতে যে ব্যালট পেপার দেওয়া হয়েছে তাতে প্রেসিডেন্ট থেকে শুরু করে ভাইস প্রেসিডেন্ট সমস্ত প্রার্থীদের নাম লেখা হয়েছে বাংলা ভাষাতে। 

আমেরিকার ক্যালিফোর্নিয়াতে এবারের ব্যালটে প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের বিচারক, ডিস্ট্রিক এটর্নি, রাজ্য ও বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান নিয়োগ ও অর্থ বরাদ্দসহ অত্যাবশ্যক ইস্যুগুলোতে ৫ পাতার ব্যালটে মোট ২৫ টি ভোট দিতে হবে। 

প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালটে বাংলা ভাষার ব্যবহার এই প্রথমবার করা হলেও এর আগে ২০১৩ সালে নিউইয়র্কের কুইনসে স্থানীয় নির্বাচন ও ২০১৬ সালের জাতীয় নির্বাচনে বাংলা ভাষাতে ব্যালট ছাপা হয়েছিল। আমেরিকাতে বাংলা ভাষাতে ভোট দিতে পেরে গর্বিত সকল বাঙালি। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা

No comments