Header Ads

বাংলার উত্তরের বিভিন্ন অংশে উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘা


পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। এই শৃঙ্গের সৌন্দর্য দেখার জন্য বহু পর্যটক ভিড় জমান। কাঞ্চনজঙ্ঘার দুধসাদা বরফে  ঢাকা শৃঙ্গ দেখলে চোখ জুড়িয়ে যায়। দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘার রূপ সুন্দর ভাবে অনুভব করা যায়৷ দার্জিলিং এ বসে কাঞ্চনজঙ্ঘা দেখার স্বাদ আপনি যদি ডুয়ার্স, তরাই, কোচবিহার, আলিপুরদুয়ার ও রায়গঞ্জে বসে পান কেমন হতো? হ্যাঁ ডুয়ার্স, তরাই, কোচবিহার, আলিপুরদুয়ার ও রায়গঞ্জ এবার সাক্ষী এক বিরল ঘটনার। ডুয়ার্স, তরাই, কোচবিহার, আলিপুরদুয়ার ও রায়গঞ্জ থেকে স্পষ্টভাবে দেখা গেল কাঞ্চনজঙ্ঘাকে। 


শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে মাঝেমধ্যে উঁকি দেয় এই শৃঙ্গ। কিন্তু ডুয়ার্স, তরাই, কোচবিহার, আলিপুরদুয়ার ও রায়গঞ্জের এতো দূর জায়গা  থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া সত্যিই বিস্ময়ের। গত ৩০ শে অক্টোবর থেকে এই এলাকাগুলোতে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে। ঐদিন সন্ধ্যার পর থেকে এমন দৃশ্য হাতছানি দিচ্ছে। ৩১ শে অক্টোবর সকাল থেকেই ক্যামেরা হাতে মানুষের ঢল নামছে শহরের রাস্তায় রাস্তায়। ভোরবেলাতে সূর্যের আলোমাখা সোনালি শৃঙ্গের নান্দনিক সৌন্দর্যের টানে মানুষজন ছুটে আসছেন। কারও কারও মনে হচ্ছে তারা যেন দার্জিলিং এ বসে আছেন।  

কাঞ্চনজঙ্ঘার শুধু চূড়োয় নয়, পুরো রেঞ্জ দেখা যাচ্ছে। শৃঙ্গের বামদিক থেকে কোকতাং, জানু, রাথং, কাব্রু, উত্তর-দক্ষিণ ডোম, পান্ডিম, জপুনো, সিম্ভু, নারসিং এবং সিনিওলিচু সবকটি শৃঙ্গ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দিনের এক একটা সময় আবার অদৃশ্যও হয়ে যাচ্ছে, তবে সেটা আকাশ পরিস্কার না থাকলে।  

ডুয়ার্স, তরাই, কোচবিহার, রায়গঞ্জ ও আলিপুরদুয়ারে কাঞ্চনজঙ্ঘা দেখার দৃশ্যের কারণ হিসেবে পরিবেশ বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন দীর্ঘ লকডাউন চলার  ফলে বাতাসে ধূলিকণার পরিমাণ হ্রাস পেয়েছে। দূষণও প্রচণ্ড হারে কমে গেছে। দূষণ কমার জন্য যেমন ঝকঝকে আকাশের দেখা মিলছে তেমনি দূর-দূরান্তের পাহাড়-পর্বতও দেখা যাচ্ছে। এতো দূর থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেরে আনন্দিত উক্ত এলাকার মানুষজন। বিরল দৃশ্য উপভোগ করতে কার না ভালো লাগে। সাধারণ পাহাড় দেখা আর কাঞ্চনজঙ্ঘার দেখার মধ্যে বিস্তর ফারাক আছে৷ বিশ্বের এমন সুবিশাল পর্বতশৃঙ্গ দেখার স্বাদ কী আর সহজে মেলে। 

প্রতিবেদন- সুমিত দে

No comments