Header Ads

পুঁজির কাছে হার নয় এবার বাংলার নিজস্ব ফর্মুলা ওয়ান রেসিং টিম তৈরি করলেন জন মুখার্জি


ফুটবল ও ক্রিকেট নিয়ে বাঙালি যতটা মাতামাতি করে অন্যান্য খেলা বিশেষ করে কার রেসিং নিয়ে অতোটা উৎসাহী নয়। তবে খুব শীঘ্রই বদলাতে চলেছে বাঙালির খেলাধূলার রুচি। কার রেসিং এর মধ্যে পৃথিবীর সবচেয়ে কঠিন কার রেসিং হলো ফর্মুলা ওয়ান রেসিং। এই খেলাতে মার্শাল হিসেবে একজন বাঙালিই আছেন তিনি হলেন দেবদত্ত মুখোপাধ্যায়, যাকে সকলে জন মুখার্জি নামে চেনেন। 


গোটা বাংলা এবার সাক্ষী থাকতে চলেছে বাংলার নিজস্ব ফর্মুলা ওয়ান টিমের সাথে। জন মুখার্জির নেতৃত্বে  মহানগর কলকাতা প্রবেশ করতে চলেছে ফর্মুলা ওয়ান রেসিং এর দুনিয়াতে। জন মুখার্জির উদ্যোগে তৈরি হল 'কলকাতা জোবা রেসিং', যা বাংলার নিজস্ব ফর্মুলা ওয়ান রেসিং টিম। একজন বাঙালির উদ্যোগে রেসিং ট্র্যাকে নামতে চলেছে ফর্মুলা কার।     
   
গত বুধবার উদ্বোধন হলো বাংলার নিজস্ব ফর্মুলা ওয়ান টিমের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র, বাংলার প্রাক্তন ক্রিকেটার অরূপ ভট্টাচার্য ও ফ্রান্সের অ্যালায়েন্স ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর ফ্যাব্রিস প্ল্যাঙ্কটন। জন মুখার্জি ও তাঁর ছেলে তথাগত মুখার্জির বহুদিনের স্বপ্ন ছিল বাংলার নিজস্ব ফর্মুলা ওয়ান টিম গড়ে তোলা। সেই স্বপ্ন সত্যি হলো কিন্তু এখনও অনেক পথ অতিক্রম করা বাকী তাদের। ভবিষ্যতের জন্য আরো অনেক স্বপ্ন তাদের তাড়া করে বেড়াচ্ছে। তারা চান কলকাতার বুকে রেসিং ট্র্যাক বানাতে।     
                    
জন মুখার্জি বাংলা থেকে ফর্মুলা ওয়ান রেসে সুযোগ পাননি। দিল্লিতে অনুষ্ঠিত বুদ্ধ ইন্টারন্যাশনাল কোর্টে ভারতের প্রথম ফর্মুলা ওয়ান রেসে তিনি মার্শাল হিসেবে চন্ডীগড় থেকে অংশ নেন। বাংলা থেকে সুযোগ না পাওয়ার কারণে তিনি দুঃখপ্রকাশ করেন৷ তিনি সর্বদা চাইতেন বাংলার ঘর থেকে বহু যুবক ফর্মুলা ওয়ান রেসিং এ অংশ নিক। আজকে সেই ভাবনা থেকে তিনি বাংলার নিজস্ব ফর্মুলা ওয়ান রেসিং টিম গড়লেন।        

বাংলার প্রথম ফর্মুলা ওয়ান রেসিং টিমের উদ্বোধন সত্যিই একটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত। গত কয়েক বছর ধরে দেশে মোটর স্পোর্টস বিশেষত বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের মতো শহরে দারুণ ভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। তবে কলকাতায় সেভাবে জনপ্রিয়তা অর্জন করেনি। জন মুখার্জির ছেলে তথাগত মুখোপাধ্যায় যিনি বাংলার প্রথম ফর্মুলা থ্রি রেসার। তার মতে, বাংলাতে সঠিক পরিকাঠামো গড়ে উঠলে ফর্মুলা ওয়ান রেসিং কলকাতাতেও অধিক জনপ্রিয়তা অর্জন করবে৷ চলতি মাসে চেন্নাইতে একটি রেসিং ইভেন্ট হওয়ার কথা আছে। এই ইভেন্টে প্রথমবারের জন্য অংশ নেবে 'কলকাতা জোবা রেসিং'। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন শহরেও এই টিম যাবে বলে আশ্বাস জন মুখার্জি ও তথাগত মুখার্জির৷ 

প্রতিবেদন- সুমিত দে

No comments