Header Ads

ইস্ট-মোহন তরজা, কলকাতা ডার্বির ভার্চুয়াল পোলে জয়ী হলো ইস্টবেঙ্গল


ভার্চুয়াল যুদ্ধ যখন ঘরের মাঠে। ইস্টবেঙ্গল-মোহনবাগান তরজা আবারো জোরদার। ইস্টবেঙ্গল আর মোহনবাগান দুই পক্ষের সমর্থকদের মধ্যে চললো নেট যুদ্ধ। কলকাতা ডার্বির ডুয়েটে এগিয়ে কোন দল? ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান কার সমর্থক বেশি? এই নিয়ে দুই পক্ষের মধ্যে সমালোচনা চরম পর্যায়ে পৌঁছালো। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকদের মধ্যে তরজা কেবল আজকের ঘটনা নয়, দুটো দলের জন্ম লগ্ন থেকেই রয়েছে একই স্বভাব। তবে সাম্প্রতিক সময়ের তরজাটা অনেক গুরুত্বপূর্ণ। 


আগামী ২৭ শে নভেম্বর আইএসএলের ইতিহাসে এই প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা ডার্বি। স্বাভাবিক ভাবেই ইস্টবেঙ্গল আর মোহনবাগান দুই দলের মধ্যে শুরু হয়েছে প্রবল উত্তেজনা। দুই দল প্রস্তুতি নিচ্ছে জয়ের লক্ষ্যে। দুই দলের মধ্যে এখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে 'বল দখল তো গোল দখল।' উভয়পক্ষের সমর্থকরা অপেক্ষায় নতুন একটা দিনের। গত বুধবার আইএসএল কমিটি ট্যুইটারে একটি পোলের আয়োজন করেছিল। সেই পোলে পরীক্ষা করা হয় উভয় দলের মধ্যে কার সমর্থক বেশি। এই পোলে উভয়পক্ষের সমর্থকরা নেমে পড়ে এক অন্য অগ্নিপরীক্ষাতে। 

আইএসএলের এই পোলে মোহনবাগানকে গোল দিয়ে জয় পেল ইস্টবেঙ্গল। মোহনবাগানের সমর্থকদের থেকে ইস্টবেঙ্গলের সমর্থক বেশি, এই পোল তারই প্রমাণ দিয়েছে। ইস্টবেঙ্গল যে ভার্চুয়ালি অনেকটাই শক্তিশালী তাই-ই যাচাই হলো গত বুধবার। এই জয়ে ইস্টবেঙ্গলের সমর্থকরা অনেকটাই খুশী। কিছুটা আত্মবিশ্বাসও বেড়েছে তাদের দলের প্রতি। এখন দেখার বিষয় হলো ইস্টবেঙ্গল কী মাঠে জয়ী হতে পারবে? কেবল ইস্টবেঙ্গলই নয়, একই চিন্তা মোহনবাগানের মাথাতেও ঘুরছে।  

কলকাতা ডার্বির লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে একটা ভার্চুয়াল পোলই সহজে গণনা করে বলে দিচ্ছে। এই পোলের ভোটিং এ শেষ পর্যন্ত দেখা গেল মাত্র এক শতাংশ ব্যবধানে জয়লাভ পেল ইস্টবেঙ্গল। মোহনবাগানের প্রাপ্ত ভোট ৪৯.৫ শতাংশ এবং ইস্টবেঙ্গলের প্রাপ্ত ভোট ৫০.৫ শতাংশ। মোবাইল অ্যাপের ফলাফলে দেখা গেছে দুই দলের ড্র হয়েছে কিন্তু ওয়েবসাইটে আসল তথ্য পাওয়া গেছে। ওয়েবসাইটের তথ্য সামনে আসতেই সকলে জানতে পেরেছে সঠিক ফলাফল। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা

No comments