Header Ads

পুজোতে বাড়িতে বসে যেসব বাংলা সিনেমা দেখে নিতে পারেন


বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই পুজোর চারটে দিন বাড়িতে সময় কাটানোর জন্য বেছে নিতে পারেন বাংলা ছবিকে। বাড়িতে বসে এই পুজোতে উপভোগ করতে পারেন দুর্গাপুজো কেন্দ্রিক ও দুর্গাপুজোর প্রেক্ষাপটে সেরা দশটি বাংলা ছবি। 


.পথের পাঁচালী- বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় পরিচালিত ছবি 'পথের পাঁচালী' তে দুর্গাপুজোকে কেন্দ্র করে সামাজিক প্রেক্ষাপটে এক দুঃস্থ পরিবারের দুই শিশুর স্বপ্নের জগৎ ও দিনযাপনকে অসাধারণ ভাবে তুলে ধরা হয়েছে। সিনেমার একটি দৃশ্যে দেখা যায় অপু ও দুর্গা চড়ুইভাতি করছে আর পিছনে ঢাকের আওয়াজ ভেসে আসছে। পুজো এলো বলে। অপু ও দুর্গার কাশবনে ছুটে চলার দৃশ্য অথবা কাশবনের ভেতর দিয়ে ট্রেন ছুটে চলা। বাঙালির নস্টালজিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত এই ছবি৷ 

২.উৎসব- প্রখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষ পরিচালিত এই ছবির গল্প এক বনেদিবাড়ির দুর্গাপুজোকে ঘিরে। পুজোতে পুরো পরিবার এক জায়গাতে জড়ো হয়েছে। তাদের নানান সমস্যা ও পুজোকে কেন্দ্র করে তাদের সুখ-দুঃখের কথা ফুটে উঠেছে চিত্রনাট্যে। 

৩.জয় বাবা ফেলুনাথ- সত্যজিৎ রায় পরিচালিত ফেলুদা সিরিজের ছবি হলো 'জয় বাবা ফেলুনাথ।' এই ছবিতে বেনারস শহরের এক বাঙালি পরিবারের দুর্গাপুজোর গল্প নিয়ে। সেই পরিবারের এক সদস্য গনেশ নিখোঁজ হয়ে যায়। তাকে ফেলুদা কীভাবে ফিরিয়ে আনবেন ও এই রহস্য পুনরুদ্ধারে দুর্গার অস্ত্রকে কীভাবে ব্যবহার করবেন সেই গল্পই চিত্রনাট্যে উঠে এসেছে। 

৪.মহালয়া- স্বনামধন্য পরিচালক সৌমিক সেনের ছবি 'মহালয়া'। বাংলার ঐতিহ্যবাহী মহালয়া তৈরির নেপথ্য ইতিহাস, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই, উত্তম কুমারের গলায় রেকর্ডিং করা চণ্ডীপাঠের বিতর্ক, পঙ্কজ মল্লিকের কট্টর হিন্দুত্ববাদীদের চক্ষুশূল হওয়ার ঘটনা প্রভৃতি ছবির চিত্রনাট্যে তুলে ধরা হয়েছে। যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহালয়া শুনলে পুজো আসছে বলে বোঝা যায়না। সেই মহালয়ার গল্প নিয়েই এই  ছবি। 

৫.দুর্গেশগড়ের গুপ্তধন- স্বনামধন্য পরিচালক ধ্রুব বন্দোপাধ্যায় পরিচালিত এই ছবির চিত্রনাট্য জুড়ে উঠে এসেছে দুর্গাপুজো। পুজোতে সোনাদা তার ভাইপো আবির ও আবিরের বান্ধবী ঝিনুককে নিয়ে হাজির হয় সোনাদার এক ছাত্রের বাড়ি দুর্গেশগড়ে। সেই ছাত্রটির বাড়ির লোকেরা একসময় জমিদার ছিল৷ বিশাল এক রাজবাড়ীতে তারা বসবাস করে। সেই গ্রামের এক গোপন জায়গাতে গুপ্তধন সঞ্চিত আছে। তা পুনরুদ্ধারের জন্য সোনাদা তদন্ত শুরু করে। গুপ্তধনের তদন্ত করতে গেলে নানান জটিলতার সম্মুখীন হয় সোনাদা৷ জমিদার বাড়ির পুজোর গল্প, বাংলার ইতিহাস এবং রহস্য-রোমাঞ্চের মেলবন্ধনে দূর্দান্ত একটি ছবি হলো 'দুর্গেশগড়ের গুপ্তধন।' 

৬.বিসর্জন- বিখ্যাত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি 'বিসর্জন'। মা দুর্গাকে ভাসানোর সময় মাটির দুর্গার ওপর ফুটে ওঠে এক বাস্তবের নারীর মুখ। তার পুরো মুখ সিঁদুরমাখা। নাকে বড় নথ। পুরো শরীর গয়নাভর্তি। এক হিন্দু মহিলা কীভাবে মুসলিম যুবকের আশা-আকাঙ্ক্ষার উৎস হয়ে ওঠে৷ যাকে ধরে রাখে দুর্গাপুজো। দুই বাংলার বাঙালিদের প্রাণের যন্ত্রণাও ছবিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। 

৭.অ্যান্টনি ফিরিঙ্গি- প্রখ্যাত পরিচালক সুনীল বন্দোপাধ্যায়ের ছবি 'অ্যান্টনি ফিরিঙ্গি'। যেখানে ফিরিঙ্গির বৌ নিরুপমার দুর্গাপুজোকে সনাতনী হিন্দুসমাজ মেনে নিতে পারেনি। সমাজের রোষে-আঘাতে, সমাজের সাম্প্রদায়িক মানুষদের অত্যাচারে নিরুপমা তার দুর্গা প্রতিমার সাথে পুড়ে জীবনত্যাগ করে। 

৮.হীরের আংটি- প্রখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ছবি 'হীরের আংটি'। দুর্গাপুজোর প্রেক্ষাপটে একটি গুপ্ত রহস্যের উৎস সন্ধান ও এক জমিদারবাড়ির পরিবারের পুনর্মিলনের ঘটনা জালবুনন করা হয়েছে এ ছবির কাহিনীতে। 

৯.উমা- বিখ্যাত পরিচালক সৃজিৎ মুখার্জি পরিচালিত ছবি 'উমা'। কানাডাতে বসবাসরত এক প্রবাসী। একমাত্র মেয়ে উমা৷ এই বাচ্চার মেয়েটি ক্যান্সার আক্রান্ত। সে কোনোদিন কলকাতার দুর্গাপুজো দেখেনি। তাই তার বাবাকে আবদার করে যে সে কলকাতার দুর্গাপুজো দেখতে যাবে। উমাকে তার বাবা কথা দেয় সে তাকে পুজো দেখতে অক্টোবরে কলকাতা নিয়ে যাবে। অক্টোবরে কলকাতা যাওয়ার জন্য উমার ব্যাপারে  ডাক্তারের পরামর্শ নিতে গেলে ডাক্তাররা জানিয়ে দেয় উমা অক্টোবর পর্যন্ত নাও বাঁচতে পারে। এখন মার্চ মাস কলকাতা গেলে যেন এখনই ওকে নিয়ে যায়। এ কথা শুনে উমার বাবা ভেঙ্গে পড়তে থাকে। মেয়ের ইচ্ছে পূরণের জন্য মার্চমাসে সেই বাবাকে কলকাতা গিয়ে গোটা শহরজুড়ে সত্যিকারের দুর্গাপুজোর আয়োজন করতে হয়। এই নিয়েই এগিয়েছে ছবির চিত্রনাট্য।

১০.দেবীপক্ষ- স্বনামধন্য পরিচালক রাজা সেনের ছবি 'দেবীপক্ষ'। এক ধর্ষিতা মেয়ের গল্প। যাকে ছবিতে দুর্গারূপে দেখানো হয়েছে। যে প্রতিশোধ নিতে চায় ধর্ষকদের হত্যা করে। অশুভশক্তিকে বিনাশ করে শুভশক্তির আগমন ঘটাতে চায় সে। এই ছবির মাধ্যমে দুর্গার বেশে বাস্তবের এক দুর্গাকে তুলে ধরে নারীশক্তিকে সম্মান জানানো হয়েছে। 

পুজোকেন্দ্রিক ও পুজোর প্রেক্ষাপটে আরো অনেক উল্লেখযোগ্য ছবির নাম বলা চলে যেমন 'নিশিপদ্ম', 'বলো দুগ্গা মাঈকি', 'দেবী', 'দশমী', 'আগন্তুক', 'পরমা', 'অন্তরমহল', 'আলো', 'মহিষাসুর বধ' প্রভৃতি। 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা

No comments