নারীশক্তির আরাধনা, জয় মাজির পুজোর গান 'তুমি মা দশভূজা'
জগৎ জননী মা দুর্গা। তিনি এক তবু তার প্রকাশ বিভিন্ন। তিনি দশভূজা। অসুর শক্তিকে বিনাশ করে নারীশক্তিকে জাগিয়ে তোলার আরেক নাম মহামায়া সনাতনী দেবী দুর্গা। কদিন বাদেই দুর্গাপুজো। শিউলি-কাশের বন থেকে পুজোর আগমন বার্তা ভেসে আসছে। নারীশক্তির আরাধনাতে মেতে উঠবে বাঙালি সমাজ৷ পুজোর প্রস্তুতি প্রায় শেষের মুখে।
পুজো শুরু হওয়ার আগে নারীশক্তিকে জাগিয়ে তুলতে 'দ্য বং স্টুডিও' ইউটিউব চ্যানেলে এসে গেল পুজোর গান। যে গানের নাম 'তুমি মা দশভূজা'। জয় মাজি ও অর্পিতা বর্ধনের ডুয়েটে জয় মাজির সুরের মোহমায়ায় তৈরি হয়েছে এই গান৷ গীতিকার রঞ্জন হাজরার সুশোভন লেখনীতে অনন্য হয়ে উঠেছে গানটি৷ 'তুমি মা দশভূজা'র মতো এমন গান খুবই নগণ্য। চলতি বছরের পুজোতে নিঃসন্দেহে মুক্তিপ্রাপ্ত সেরা গানও বলা চলে এই গানকে।
সঙ্গীতশিল্পী জয় মাজির দ্বিতীয় গান হলো 'তুমি মা দশভূজা'। জয় মাজি ও অর্পিতা বর্ধনের কণ্ঠ মায়াজাল মেশানো। যেন কোনো কাল্পনিক ফিনিক্স পাখি উড়ে এসে তাদের কণ্ঠনালীতে এক সিসি মধু ঢেলে দিয়েছে। গানের সুর, কথা, তাল, লয় সবই যেমন সুশ্রী তেমনই চমকপ্রদ গানের ভিডিও। পরিচালক সৌরদীপ্ত চৌধুরী পরিচালনা করেছেন এ গানের ভিডিও চিত্র।
গানের শ্যুটিং স্পট হিসেবে বেছে নেওয়া হয় দক্ষিণ ২৪ পরগণা জেলার ঐতিহ্যবাহী বাওয়ালি রাজবাড়ি। যার পরতে পরতে লুকিয়ে আছে একগুচ্ছ ইতিহাস। এই বাওয়ালি রাজবাড়ির নান্দনিক পরিবেশে শ্যুটিং হয়েছে মিউজিক ভিডিওটির। সাবেকি সাজসজ্জাতে নির্মিত হয়েছে পুরো ভিডিও। সৌরদীপ্ত চৌধুরীর সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন বিশ্বরূপ হাওলাদার। গানটির ভিডিও সম্পাদনা, ডিআই ও কালার কারেকশন করেছেন সৌরদীপ্ত চৌধুরী। ভিডিও ব্যবহৃত হয়েছে উন্নতমানের সিনেমাটোগ্রাফি। সৌরদীপ্ত চৌধুরী, রাহুল মণ্ডল ও শুভম সেনের সিনেমাটোগ্রাফি বেশ চিত্তাকর্ষণীয়৷
এই গানটির আরেক অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো যন্ত্রানুসঙ্গ। তিতলি বিশ্বাস ও রিয়া কর্মকারের কোরাস, স্বনামধন্য বংশীবাদক পাঞ্চজন্য দের বংশী পরিবেশন, সৌভিক মুখার্জির সেতার ও প্রীতম চক্রবর্তীর তবলা পরিবেশনা গানটিকে জীবন্ত করে তুলেছে। গানটির মিউজিক অ্যারেঞ্জমেন্ট ও মিক্স-মাস্টারিং করেছেন অঙ্কুশ কর্মকার। গানটিতে অভিনয় করেছেন জয় মাজি ও শ্রুতি বর্ধন। গানটির নৃত্য পরিচালনা করেছে মুনস্টার ডান্স গ্রুপ। মেকআপের কাজ করেছেন সৌমিতা গুহ। গানটি প্রযোজনা করেছে রকরুলজ স্টুডিও পিকচার্স। গানটির প্রযোজক আমজি গ্রুপ। মুক্তির পর থেকেই শ্রোতাদের ভালোবাসাতে ভাইরাল হওয়ার দিকে এগোচ্ছে 'তুমি মা দশভূজা।'
Post a Comment