থিম যখন বাংলা ও বাঙালি, শেওড়াফুলি মাইকেল পল্লী শিশু রবি সংঘের অভিনব আয়োজন
দূর থেকে দেখে মনে হবে যেন বাংলার কোনো একটা গ্রাম। যার দেওয়ালজুড়ে নিখাদ বাঙালিয়ানা। গ্রামের মধ্যে মাটির বাড়ি। যার দেওয়াল কোথাও পটের কাজ, কোথাও বাঙালিয়ানার প্রচার বাণী ও কোথাও বাঙালি মহাপুরুষদের ছবিতে সেজে উঠেছে। হুগলীর শেওড়াফুলির এক ক্লাবের পুজোর মণ্ডপে এমনটা তৈরি করা হয়েছে।
শেওড়াফুলি মাইকেল পল্লী শিশু রবি সংঘের এ বছরের দুর্গোৎসব পদার্পণ করলো ৩৬ তম বর্ষে। তাদের এ বছরের থিম বাংলা ও বাঙালি। বর্তমান প্রজন্মের কাছে বাংলা, বাঙালি ও বাঙালিয়ানার শিকড়কে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে তারা। বাঁশ, খড় ও চট দিয়ে নির্মিত হয়েছে পুরো মণ্ডপ। বাংলার এক ঐতিহ্যবাহী গ্রামকে মণ্ডপের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বাংলার পট, বাঙালি মহাপুরুষ সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কীর্তি ও তাদের ছবি অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
শেওড়াফুলি মাইকেল পল্লী শিশু রবি সংঘের ছেলেরা নিজেদের হাতে মণ্ডপ ও প্রতিমা নির্মাণ করেছে। এ বছর তাদের সংঘে প্রতিমা সাজিয়ে তোলা হয়েছে সাবেকী সাজে। স্বাস্থ্যবিধি মেনেই হচ্ছে এখানকার পুজো অনুষ্ঠিত হচ্ছে৷ বাঙালি হিসেবে বাংলা ভাষা ও বাঙালির প্রতি সকল বাঙালির কতটা শ্রদ্ধা থাকা উচিৎ তাও মণ্ডপের মাধ্যমে বর্ণনা করা হয়েছে।
এই মণ্ডপ যেন অনেক কথা বলে। করোনা পরিস্থিতিতে এতো যত্ন নিয়ে পুজোর আয়োজন করা বেশ কঠিন। কিন্তু তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন৷ পুজোর মধ্য দিয়ে বাংলা ও বাঙালিয়ানা প্রচারের এমন ভাবনা পুজোর মণ্ডপে সচরাচর দেখা যায় না। বাংলা মায়ের সন্তানদের এভাবে পুজোর আয়োজনের প্রচেষ্টাকে আমরা কুর্নিশ জানাই। শেওড়াফুলি মাইকেল পল্লী শিশু রবি সংঘের পুজো সুষ্ঠু ও সুস্থভাবে সাফল্যমণ্ডিত হোক এই কামনা করি৷
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment