Header Ads

পুজোতে প্রেম যখন হঠাৎ করেই আসে, সায়ন বসুর ছবি 'হঠাৎ দেখা'


"রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন।" না না, এই প্রতিবেদনে কোনো কবিতা বলবো না। একটা ছবির খবর দিতে চলেছি আপনাদের। পরিচালক সায়ন বসু এই পুজোতে নিয়ে আসছে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি৷ যার নাম 'হঠাৎ দেখা।' এই ছবিটির নাম দেখেই মনে পড়ে গেলো কবিগুরুর হঠাৎ দেখা কবিতাটির কথা। 

অনেকে ছবির নাম শুনে ভাবতে পারেন হঠাৎ দেখা কবিতা অবলম্বনে এই ছবিটি হচ্ছে। আজ্ঞে না, সম্পূর্ণ ভিন্ন একটি গল্পের জালবুনন হচ্ছে ছবিতে। একটি মিষ্টি রোমান্টিক ছবি হলো 'হঠাৎ দেখা।' সায়ন বসু চৌধুরীর ছবি মানেই কন্টেন্ট নির্ভর। তিনি একটু ভিন্নগোছের গল্প বলতেই ভালোবাসেন৷ তার ছবি বানানোর ধরণ অন্যান্য পরিচালকদের থেকেও আলাদা। 

পুজোর মরসুমে কীভাবে প্রেম আসে হঠাৎ করে সেই বিষয়কে কেন্দ্র গড়ে উঠেছে ছবির চিত্রনাট্য। এস এস আর মুভিজ প্রাইভেট লিমিটেড প্রোডাকশনের ব্যানারে মুক্তি পেতে চলেছে এই ছবি। সতদীপ সাহার প্রযোজনায় এই ছবি নির্মিত হয়েছে। ছবিটির মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন সুরজিৎ ও সুভস্মিতা। 

ছবির পোস্টার দেখে বোঝাই যাচ্ছে এবার পুজোতে দর্শকরা নতুন কিছু পেতে চলেছে। ছবির পোস্টার বেশ চিত্তাকর্ষক। ছবির এই আকর্ষণীয় পোস্টারটি ডিজাইন করেছে উইওয়ার্ক স্টুডিওস। 

'হঠাৎ দেখা' ছবির পরিচালক সায়ন বসুর মতে, "এই সময় এমন মিষ্টি প্রেমের ছবি সকল বয়সের মানুষই উপভোগ করবে।" 

প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা

No comments