কোচবিহারের মানুষের আবেগকে মান্যতা, আবারো কোচবিহারে ফিরছে দোতলা বাস
বাংলার অন্যতম হেরিটেজ শহর হলো কোচবিহার। যার আনাচে-কানাচে রয়েছে একাধিক ঐতিহাসিক স্থান। একটা সময় কোচবিহারে দোতলা বাস চলতো। ১৯৭১ সালে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী গোপাল চন্দ্র কুন্ডু ও তার তিন সহকর্মী হায়দ্রাবাদ থেকে চালিয়ে নিয়ে আসেন দুটি দোতলা বাস। মাঝখানে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় দোতলা বাসটির যাত্রা। দুটো দোতলা বাসের মধ্যে একটি প্রায়শই বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া করা হতো। দোতলা বাস বন্ধ হয়ে যাওয়ার পর তিনি দুঃখে ফেটে পড়েন। দু'চোখ তার কান্নায় ভিজে যেতে থাকে। তিনি অপেক্ষায় বসে আবার কবে দোতলা বাস কোচবিহারের রাস্তাতে চালানো হবে।
দীর্ঘদিন ধরে কোচবিহারের মানুষেরা চাইছেন সেখানে দোতলা বাস আবারো চালু হোক। কোচবিহারের মানুষের দোতলা বাসের প্রতি আবেগকে এবার মান্যতা দেওয়া হলো। আবারো কোচবিহারের পথে নামছে দোতলা বাস। গতকাল বিকেলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে বোর্ড মিটিংয়ের মাধ্যমে এই খবরটি জানানো হয়। দোতলা বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও কোন রুটে কোন সময়ে বাসগুলো চালানো হবে তা এখনো ঠিক হয়নি।
২০১২ সালে কোচবিহারে দোতলা বাস চলাচল চিরতরে বন্ধ হয়ে যায়। ২০১৮ সালে হায়দ্রাবাদের একটি মিউজিয়ামে বাস দুটোকে রাখার ব্যবস্থা পাকাপাকি করে ফেলেছিল ঐ বাস দুটোর সংস্থা। কিন্তু কোচবিহারের মানুষ তা মেনে নিতে পারেন নি। তাদের প্রতিবাদে ঐ সংস্থা দুটো সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছিল।
আগামী নভেম্বর থেকে কোচবিহারের বুকে ফিরতে চলেছে আধুনিক মডেলের দোতলা বাস৷ নতুন করে সেজে উঠতে চলেছে কোচবিহারের রাস্তাঘাট। দোতলা বাস ফিরে আসার খবরে খুশীর জোয়ার কোচবিহারের মানুষদের মনে। তারা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
প্রতিবেদন- নিজস্ব সংবাদদাতা
Post a Comment