Header Ads

পুজোতে বাঙালির পাতে এবার পড়তে চলেছে 'সাহেবের কাটলেট'


পুজোতে বাঙালির পাতে পড়বে সাহেবি কাটলেট। যার ব্যবস্থা করতে চলেছেন স্বনামধন্য গায়ক, পরিচালক ও অভিনেতা অঞ্জন দত্ত। কী চমকে গেলেন বুঝি? চমকানোর কিছু নেই। পুজোতে সত্যি সত্যিই বাঙালির পাতে সাহেবি কাটলেট পড়তে চলেছে। তবে সেই কাটলেটের জন্য হোটেলে না গেলেও চলবে। এই কাটলেট পেতে হলে যেতে হবে সিনেমাহলে। কারণ এই পুজোতে অঞ্জন দত্ত নিয়ে আসছেন একটি মজাদার ছবি 'সাহেবের কাটলেট।' 


আঠারোয়ানা বাঙালিয়ানার সাথে কিছুটা সাহেবিয়ানা মিশে আছে এই ছবিতে। এটি একটি পুরোদস্তুর ডার্ক কমেডি। এই জোনারের ছবিতে অঞ্জন দত্ত ইদানীং মনোনিবেশ করছেন। তাঁর প্রতিটি ছবিতে আন্তর্জাতিকতার ছোঁয়া থাকে। তাঁর পরিচালিত ব্যোমকেশ বক্সী, বং কানেকশন, রঞ্জনা আমি আর আসবো না, ম্যাডলি বাঙালি, দত্ত ভার্সেস দত্ত ও ফাইনালি ভালোবাসার মতো ছবিগুলো দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

সময় যতো এগোচ্ছে অঞ্জনবাবু ছক ভেঙ্গে নিত্যনতুন বিষয়কে কেন্দ্র করে ছবি বানাচ্ছেন। এই পুজোতে ডার্ক কমেডির স্বাদ একটু ভিন্ন ভাবে উপভোগ করতে হলে অঞ্জন দত্ত পরিচালিত ছবি 'সাহেবের কাটলেট' আপনাকে দেখতেই হবে৷ কিছুদিন আগে বেরিয়েছে ছবির ট্রেলার। ৩ মিনিট ৩৭ সেকেন্ডের ট্রেলারেই হাসতে হাসতে পেট ছিঁড়ে যাওয়ার উপক্রম। 

সূদুর বিলেত থেকে কলোনিয়াল সময়ে বাংলাতে আমদানি হয় কাটলেটের। কিন্তু এই কাটলেট কখন যে সাহেবি স্বাদ থেকে বাঙালিয়ানার স্বাদে ঢুকে পড়ে ঠাওর করতে পারেননি কেউই। বিলেতি থেকে বাঙালি হয়ে ওঠার এই গল্পই উঠে আসছে 'সাহেবের কাটলেট' এ। গত পাঁচ বছরে খাবারের নাম দিয়ে বাংলাতে সিনেমা বানানোর একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। খাবার নিয়ে বানানো বাংলার বেশিরভাগ ছবিই প্রযোজকের ঘরে লক্ষ্মীর আগমন ঘটিয়েছে। এ ছবিও তার অন্যথা হবেনা বলেই ধরে নেওয়া যায়। 

'সাহেবের কাটলেট' ছবিতে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, শ্রীতমা দে, কাঞ্চন মল্লিক, অনিন্দিতা বোস, সুপ্রভাত, অঞ্জন দত্ত, সৌমেন্দ্র ভট্টাচার্য, সুমন্ত মুখার্জী ও আরো অনেকে৷ ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন নীল দত্ত। তাহলে আর কী, পুজোতে খাওয়া-দাওয়ার সঙ্গে সঙ্গে চলুক আপনার সিনেমা দেখাও। তবে 'সাহেবের কাটলেট' অবশ্যই দেখুন। 

প্রতিবেদন- সুমিত দে

No comments