Header Ads

আইটি পেশাদারদের প্রেমের গল্পে শ্রোতাদের মোহিত করলেন সঙ্গীতশিল্পী শুভদ্বীপ সাহা


আইটি পেশাদারদের প্রতি মাসের শেষে এটাই মনে হয় যে, "মাসটা যখন ফুরিয়ে যাবে, ওরা দেবে অনেক টাকা। তবু মাসের শেষে মনে হবে, ভেতরটা খুব ফাঁকা।" প্রতিদিন একই রুটিনে চলতে হয় তাদের। সকাল সকাল ঘুম থেকে ওঠা। ঘুম থেকে উঠতে দেরী হলে অর্ধেক ব্রেকফাস্ট করে তাড়াহুড়ো করে গাড়ি ধরে অফিস যাওয়া। সকাল থেকে সন্ধ্যা অবধি কাজের মধ্যে ডুবে থাকা। এই জটিল জীবনে তাদের ফাঁকা হৃদয়টা পূরণ করে প্রেম। একটা নতুন সম্পর্ক সহজে বদলে দেয় তাদের। তারা নতুন করে জীবনের মানে খুঁজে পেতে থাকে। 


কলকাতা শহরের এক আইটি পেশাদারের গল্প। যে প্রতিদিন শেয়ার ক্যাবে যাওয়ার সময় একটি মেয়ে তার পাশে বসে অফিস যেত। বহুবার একটি শেয়ার ক্যাবে যাতায়াত করতে করতে দুজনের মধ্যে আলাপ হয়৷ সেই আলাপ একদিন ভালোবাসাতে পরিণত হয়। শেষমেশ তারা দুজন দুজনকে বিয়ে করে জীবনের এক অন্য সুখ খুঁজতে থাকে।  

সঙ্গীতশিল্পী শুভদ্বীপ সাহার নিজস্ব ভাবনাতে এমন একটি বিষয় উঠে এলো তার মিউজিক্যাল শর্ট 'অজুহাত' এ। গত ১২ ই সেপ্টেম্বর শুভদ্বীপস মিউজিক্যাল শর্টস ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে 'অজুহাত'। আধুনিক সময়ের মধ্যবিত্ত প্রেমকে কয়েক মিনিটে যত্ন সহকারে এই গানের মধ্যে উপস্থাপন করা হয়েছে। 

মিউজিক্যাল শর্টের শুরু হয় ঘুমন্ত অবস্থায় বিছানাতে একটি ছেলে শুয়ে থাকার মাধ্যমে৷ হঠাৎ একটি ফোন বেজে ওঠার শব্দে ঘুম ভেঙ্গে যায় তার। পাশ থেকে তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে সে অফিস যাবে কিনা। মুখে কোনো কথা নেই তার৷ বিছানা থেকে উঠেই সে অফিস যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এরপর স্ক্রিনে অকস্মাৎ আমরা পুরানো ফ্লাশব্যাকে ফিরে যাই। পর্দায় ভেসে ওঠে তার ভালোবাসার গল্প। 

এই মিউজিক্যাল শর্টের প্রসঙ্গে সঙ্গীতশিল্পী শুভদ্বীপ সাহা বলেন "এই গল্পটি কলকাতার কয়েকজন আইটি পেশাদারদের বাস্তব প্রেমের গল্প থেকে অনুপ্রাণিত হয়েছিল, যাদের সাথে আমি দেখা করেছি বা এই কয়েক বছরে বাড়ি থেকে অফিসে যাওয়ার সময় প্রায়শই দেখেছি। সেই থেকে আমার মনে এই গল্পটি ছিল যা অবশেষে আমি এবং আমার টিম আপনাদের সামনে "অজুহাত" হিসাবে উপস্থাপন করেছি।" 

শুভদ্বীপের সাহার কথা, সুর ও গায়কীতে তৈরি হয়েছে 'অজুহাত' গানটি৷ মনোরম সুরের মিছিলে আবেগ মিশ্রিত এই গানে মোহিত হয়েছেন হাজার হাজার দর্শক। কেবল গানের সুর বা গায়কীই নয়, ভিডিও চিত্রে সুবিদিতা মাইতি ও সৌরভ পালের অভিনয়ও বেশ ভালো। বাবু সরকার (ক্রেস্ট ফেক্টর স্টুডিও) এর সঙ্গীত অনুষঙ্গ, সাউণ্ড মিক্সিং, ফলি ও আবহ সঙ্গীত নির্মাণের কাজ, শুভদ্বীপ সাহার সম্পাদনা এবং জেএমআর স্টুডিওর অডিও লেবেল সবই চিত্তাকর্ষক। সহজ কথায় এই মিউজিক্যাল শর্টটিকে বলা যায়, ব্যস্ত মানুষের অগোছালো প্রেমের ছোটোখাটো মহাকাব্য। 


প্রতিবেদন- সুমিত দে  

No comments