Header Ads

শেষ থেকে ভালোবাসা শুরু হওয়ার গল্প নিয়ে আসছে মিউজিক্যাল শর্ট 'আবার ফিরে এলে'


আমাদের ক্ষুদ্র জীবনের মাঝে আমরা কেবল বাঁচি একটু ভালোবাসার জন্য। ভালোবাসা ছাড়া আর কিছুই নেই পৃথিবীতে। আমরা মারা যাই কিন্তু ভালোবাসা বেঁচে থাকে অনন্তকাল ধরে। ভালোবাসা মানুষকে সঠিক পথে চলতে শেখায়। ভালোবাসা মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে শেখায়। পৃথিবীর প্রতিটি সম্পর্ক টিকিয়ে রাখার প্রথম ধাপ হলো একে অপরকে প্রাণ দিয়ে ভালোবাসা। এই একটা শব্দ 'ভালোবাসা' তার মধ্যেই একটা আলাদা টান লুকিয়ে থাকে। 


ভালোবাসা পবিত্র বস্তু হওয়া সত্ত্বেও ভালোবাসাতে এক এক সময় জুড়ে বসে অভিমান। সম্পর্ক ভেঙ্গে যায়। একটা মানুষ শুকিয়ে কাঠ হয়ে যায় তার ভালোবাসার মানুষটা হারিয়ে গেলে। একটা ভালোবাসা হারিয়ে গেলে আরেকটা ভালোবাসার জন্ম হয় ঠিকই তবে পুরানো প্রেমের কথা আজীবন মনে থেকে যায়। 

একটা ভালোবাসা শেষ হয়ে গেলেও সেই ভালোবাসাকে আবারো শেষ থেকে শুরু করা যায়। ভালোবাসার ধারা প্রবাহিত হয় বারবার বিরহ, অভিমান ও প্রেমের মধ্য দিয়ে। জীবনের সমস্ত হিসেব মিটিয়ে দেয় ভালোবাসা৷ গভীর এক সম্পর্ক টিকিয়ে রাখার লড়াইয়ের গল্প এবার উঠে আসছে পরিচালক সৌম্যজিৎ আদকের নতুন মিউজিক্যাল শর্টফিল্ম 'আবার ফিরে এলে'। 


দিল ফিস এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটিডের প্রথম প্রযোজনা হলো এই মিউজিক্যাল শর্টফিল্মটি। নীল ভট্টাচার্য, তৃণা সাহা ও আরিয়ান ডি রায়কে দেখা যাবে এই মিউজিক্যাল শর্টফিল্মে অভিনয় করতে। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির টিজার। যে টিজারটি বেশ ইমোশনাল। সুখ-দুঃখ ও অভিমান মিলিয়ে টিজারটি দর্শকদের মন ছুঁয়ে গেছে৷ এই মিউজিক্যাল শর্টটির সিনেমাটোগ্রাফি করেছেন সায়ন্তন দত্ত ও শঙ্কর ঘোষ।  

ছবির টিজারে ঝকঝকে সিনেমাটোগ্রাফি, আনকোরা লোকেশন ও নজরকাড়া অভিনয় লক্ষ্য করা গেছে৷ ছবির মিউজিকও অসাধারণ। এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন কুন্তল দে। ছবির গল্পটি তৈরি করেছেন তৃণা সাহা। টিজারটি একবার দেখার পর আপনাকেও ভালো লাগবে ছবিটির মুক্তির জন্য অপেক্ষা করতে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই মুক্তি পাবে 'আবার ফিরে এলে'। 

প্রতিবেদন- সুমিত দে

No comments