রোবট দিয়ে মণ্ডপের উদ্বোধন, ইতিহাস তৈরি হলো ঠাকুরপুকুর এসবি পার্ক সার্বজনীন দুর্গোৎসবে
এ বছরের পুজোতে মণ্ডপে ঢোকা নিষিদ্ধ। তাই স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন পুজো কমিটি বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। ঠাকুরপুকুর এসবি পার্ক সার্বজনীন দুর্গোৎসব পুজো উদ্বোধন ও সুস্থ ভাবে পুজো পরিচালনার জন্য নিয়েছে এক অভিনব উদ্যোগ। বাংলার তৈরি যন্ত্রমানবের সাহায্যে ফিতে কেটে মণ্ডপ উদ্বোধন করা হলো এখানকার পুজোতে। যা চমকে দিয়েছে গোটা বাংলাকে।
উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে বানানো হয়েছে এই রোবটটি। লাল শাড়ী পরিহিত এই রোবট৷ যার নাম রাখা হয়েছে মারিয়া। সাড়ে চার ফুট উচ্চতার এই রোবটটিকে দেখা গেল থিম ও ব্যানার উদ্বোধন করতে। ঠাকুরপুকুর এসবি পার্ক সার্বজনীন দুর্গোৎসবের এ বছরের পুজো পদার্পণ করলো ৫০ তম বর্ষে।
মারিয়া নামের এই রোবটটি অত্যন্ত স্মার্ট রোবট। যার স্মৃতিশক্তিও বেশ প্রখর। মণ্ডপের সামনে দাঁড়ালে এই রোবট মুহূর্তের মধ্যে সকলকে স্যানিটাইজ করে দিতে পারে। এমনকি শারদীয়ার শুভেচ্ছাও জানাতে ভুলছে না কাউকে এই যন্ত্রমানবী। ডায়মন্ড হারবারের দ্য নেওটিয়া ইউনিভার্সিটির রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র-ছাত্রীরা তৈরি করেছে এই রোবটটি। একাজে নেতৃত্ব দিয়েছেন ঐ প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান অঙ্কুশ ঘোষ।
দেড় বছর আগে অঙ্কুশ ঘোষ এক অ্যামেরিকান গাড়ির যন্ত্রাংশ তৈরির সুযোগ পান। তামিলনাড়ুর চেন্নাইয়ের একটি কোম্পানি তাদের রিসেপশনের জন্য চেয়েছিল একটি রোবট। যে রোবট কোম্পানির নতুন সদস্যদের স্বাগত জানাবে। কর্মচারীদের উপস্থিতির হার গণনা করবে। অফিসে কোনো নতুন অতিথি এলে তাকে গোটা অফিস ঘোরাবে। অফিসের গেটে সিকিউরিটির কাজ করবে। শেষমেশ দেড় বছরের প্রচেষ্টাতে অঙ্কুশ ঘোষ সম্ভব করলেন এই রোবটটি তৈরির কাজ।
বিজ্ঞানের প্রযুক্তির সাথে সাথে বদল আসছে পুজোতেও৷ ঠাকুরপুকুর এসবি পার্ক সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির ৫০ তম পূর্তি উপলক্ষে নতুন কিছু সিদ্ধান্ত নিতে রোবটের কথায় উদ্যোক্তাদের মনে আসে৷ ঠিক যেমন সিদ্ধান্ত তেমন কাজ করে ফেললেন তারা। রোবট দিয়ে উদ্বোধন করা হলো পুজোর মণ্ডপ৷
পুজোতে রোবট দিয়ে মণ্ডপ উদ্বোধন করার মতো ঘটনা বাংলা তথা ভারতে এই প্রথমবার ঘটলো। সত্যিই এক আশ্চর্যজনক ঘটনা। যে ঘটনার কথা শুনলে তাজ্জব হয়ে যেতে হয়। পুজো কমিটির উদ্যোক্তাদের মতে সকল দর্শনার্থীদের সুস্থ থাকার বার্তা দেওয়ার জন্য ও ফিজিক্যাল ডিসটেন্সিং বজায় রাখার বার্তা দেওয়ার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ঠাকুরপুকুর এসবি পার্ক সার্বজনীন দুর্গোৎসবের এবছরের থিমের নাম রাখা হয়েছে 'জীবনযুদ্ধ বিগ্রহ'। মানুষ যখন জীবনযুদ্ধে সামিল সেই যুদ্ধে জয়ী হওয়ার বার্তা দিচ্ছে মারিয়া স্মার্ট রোবট৷
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment