কলকাতার যেখানে প্রতি রবিবার রঙিন মাছের বাজার বসে
শখের বাড়িতে মধ্যবিত্ত হোক বা নিম্নবিত্ত বাড়ি সাজানোর কালচার সবার মধ্যেই বিদ্যমান। বহু বাড়িতে, দোকান বা শোরুমে কাচের অ্যাকোরিয়াম সজ্জিত রাখতে দেখা যায়। যাদের রঙিন মাছ পোষার ইচ্ছেটা প্রচণ্ড তাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো কলকাতার গ্যালিফ স্ট্রিট। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বিটি রোডের দিকে কিছুটা গেলে বাঁ দিকে সার্কুলার ক্যানালের ঠিক পাশের সরু রাস্তাটাই হলো গ্যালিফ স্ট্রিট। পূর্বাঞ্চলের সর্ববৃহৎ পোষ্যের বাজার রয়েছে এই গ্যালিফ স্ট্রিটে। খরগোশ, কুকুর থেকে রঙিন মাছ সবই এখানে স্বল্প দামে পাওয়া যায়।
প্রতি রবিবার রঙিন মাছের বাজার বসে গ্যালিফ স্ট্রিটে। রঙিন মাছ কেনার জন্য ভিড় উপচে পড়ে এখানে। এমন কোনো রঙিন মাছ নেই যা এখানে পাওয়া যায়না। আপনার নাম না জানা হরেক প্রজাতির রঙিন মাছের সন্ধান মেলে এখানে। মাছের দাম এতোটাই সস্তা যে দোকানদারদের সাথে দরকষাকষির দরকার পড়ে না। এই বাজারে যে দিকেই চোখ যাবে শুধুই ঝাঁকে ঝাঁকে বিভিন্ন রকমের রঙিন মাছেদের ভিড় লক্ষ্য করা যায়।
মেরিনা কার্প, ক্যাট ফিস, প্যারোট ফিস, গোল্ড ফিস, অ্যাঞ্জেলের মতো রঙিন মাছ এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণে বিক্রি হয়৷ কলকাতার গ্যালিফ স্ট্রিট ছাড়া পশ্চিমবঙ্গের আর কোথাও এতো বড়ো রঙিন মাছের বাজার নেই বললেই চলে। কেবল রঙিন মাছই নয়, অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়াম সাজানোর নুড়ি ও রঙিন মাছেদের খাবার সহ যাবতীয় সামগ্রী পাওয়া যায় এই বাজারে। মরসুম অনুযায়ী পরিবর্তিত হতে থাকে মাছের দাম।
সকল মাছ বিক্রেতারা শীত-গ্রীষ্ম কিংবা বর্ষা যে কোনো ঋতুতেই সকাল ছটার আগেই তাঁদের পসড়া সাজিয়ে বসে পড়েন৷ রঙিন মাছের হাট চলে প্রায় বারো ঘন্টা ধরে। দূরদূরান্ত থেকে যানবাহনে করে রঙিন মাছ বাজারে নিয়ে আসা হয়৷ প্রতিটি দোকানদার বৈধ লাইসেন্স নিয়েই রঙিন মাছ বিক্রি করে থাকেন৷ গ্যালিফ স্ট্রিটের এই রঙিন মাছের বাজারে বহু মানুষের শুধু রঙিন মাছ ও অ্যাকোরিয়াম বিক্রি করেই একটা গোটা সংসার চলে। রাস্তার দু'পাশে সারিবদ্ধ ভাবে প্রতিটি দোকান বসানো হয় এখানে। বাংলার এক ঐতিহ্য বহনকারী রঙিন মাছের বাজার গ্যালিফ স্ট্রিট মৎস্য ও পোষ্যপ্রেমীদের প্রাণকেন্দ্র।
প্রতিবেদন- সুমিত দে
Post a Comment