Header Ads

পুজোর আবহে 'রঙপেন্সিল' দিয়ে রোমান্টিসিজমের ছোঁয়া লাগালেন কৌশিক চক্রবর্তী


"আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এল কাছে।" দুর্গাপূজা বাঙালির প্রাণের উৎসব। যাকে কেন্দ্র করে হচ্ছে কতই না আয়োজন। কাশফুলের মেলা ও শিউলির সুভাষে শরতের আকাশে ভেলা ভাসছে নীল মেঘের। পুজো আসছে, এই শব্দটার মধ্যেই লুকিয়ে থাকে বাঙালির আবেগ। শিশিরে শিশিরে শারদ আকাশে পুজোর আগমন বার্তায় আশা অডিও থেকে মুক্তি পেল প্রখ্যাত সঙ্গীতশিল্পী কৌশিক চক্রবর্তীর নতুন গান 'রঙপেন্সিল'। 


আশা অডিওর প্রয়াত কর্ণধার  মহুয়া লাহিড়ীকে উৎসর্গ করা হয়েছে এই গানটি। এটি একটি ইন্দো-আমেরিকা প্রজেক্ট। আমেরিকাতে বসবাসরত প্রবাসী বাঙালি যশ চক্রবর্তীর কথায় এবং কৌশিক চক্রবর্তীর সুর, সঙ্গীতায়োজন ও কণ্ঠে তৈরি হয়েছে এই গান।

কৌশিক চক্রবর্তীর গান মানেই নতুনত্বে ভরা। তাঁর গানে নিয়মিত আবহমান সময়, কলেজের স্মৃতি, সমাজব্যবস্থা ও পৃথিবীর কথা উঠে আসে৷ 'রঙপেন্সিল' শিরোনামের এই গানে পুজোর আবহের সাথে যুক্ত হয়েছে রোমান্টিসিজমের ছোঁয়া। গানটির সুরের মূর্ছনায় কিছুক্ষণের জন্য বুকের শিরা-উপশিরাতে যেন একরাশ শান্তি নেমে আসে৷ গানটি শেষ হওয়ার পরও তার রেশ জানালার কাচে শিশির জমার মতো অনেকক্ষণ থেকে যায়।  
              
গানের সাথে কবিতার অনবদ্য সংযোজন 'রঙপেন্সিল' কে কাব্যিক করে তুলেছে।  কবিতাটি পাঠ করেছেন অন্তরা দাস। এ গানের যন্ত্রানুসঙ্গে কৌশিক চক্রবর্তীর সঙ্গে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য এবং দীপায়ন মৈত্র। 

'রঙপেন্সিল' গানের প্রসঙ্গে কৌশিক চক্রবর্তী বলেন "পৃথিবীর দুই প্রান্তে থাকা দুটো গানপাগল মানুষ সমস্ত দূরত্বকে ভুলিয়ে দিতে পারে একমাত্র তাদের সৃষ্টি দিয়েই ..সুদূর আমেরিকানিবাসী যশ চক্রবর্তীর কথায় সুর সাজিয়ে এভাবেই তৈরি করলাম আমার প্রথম মিউজিক ডিরেকশানের দলিল 'রঙপেন্সিল'।" 


প্রতিবেদন- সুমিত দে

No comments